বই

তত্ত্ব ছেড়ে জীবনে — জাহিদ হাসান

আমাদের চারপাশের পৃথিবীটা যান্ত্রিক। জীবনের ভোগবাদী লক্ষ্যের পেছনে ছুটতে ছুটতেই আমরা কখন যে জীবনের খেইটুকু হারিয়ে বসি- তা ঠিক বুঝে উঠতে পারি না; কিম্বা বুঝতে বুঝতেই কেটে যায় অনেকটা সময়! খুব ছোটবেলা থেকেই আমাদের বিভিন্ন বস্তুবাদী লক্ষ্য নির্ধারণ করে দেয়া হয়, যার ধরুন জীবনের সত্যিকারের লক্ষ্যটুকু নিয়ে গভীরভাবে চিন্তা করার ফুরসতটুকু আমাদের মেলে না।


ইসলামকে নিছক আচারসর্বস্ব ধর্ম, কিম্বা কেতাবি তত্ত্বকথার বাইরে এনে আমাদের দৈনন্দিন জীবনের সাথে রিলেইট করতে পারাটা অনেক বড় মননশীলতার পরিচায়ক। এই মননশীলতার বড়ই অভাব আমাদের চারপাশে। যে তত্ত্ব জীবনে থাকে না- সেটা যতই জ্ঞানগর্ভ আলোচনার বস্তু হোক- তা আমাদের বস্তুবাদী সমাজব্যবস্থার প্রতিযোগিতায় ধাবমান জনগোষ্ঠীর হৃদয়কে খুব একটা নাড়া দিতে পারে না।


এই জাগতিক পৃথিবীতে যতযত তত্ত্বকথার উন্মেষ- তা জীবনের তরেই। জীবনকে আরেকটু সুন্দর, সাবলীল ও সহজতর করার লক্ষ্যে একাডেমিয়ার স্কলারদের কতশত প্রচেষ্টা, কতসহস্র তত্ত্বকথার ফুলঝুরি! কিন্তু অতি তাত্ত্বিকতায় মাঝেমধ্যেই জীবনের সারটুকু হারিয়ে যায়; যার দরুন, তত্ত্বকথা হয়ে পড়ে অন্তঃসারশূন্য, জড়বস্তু।


শরীফ আবু হায়াত অপু একজন সমকালীন তরুণ চিন্তাবিদ। উপরিউক্ত মননশীলতার চর্চা শরীফ আবু হায়াত অপু করেন বলেন ইসলামকে জীবনের গভীরতা দিয়ে উপলব্ধি করা তার পক্ষে সম্ভব হয়েছে। আমাদের নিত্য ব্যবহারিক জীবনের খুটিনাটি, অথচ গুরুত্বপূর্ণ উপাদানসমূহ কীভাবে ইসলামের রঙে রঙিন করে তোলা যায়- তা নিয়ে ‘তত্ত্ব ছেড়ে জীবনে’ বইয়ের লেখক ভেবেছেন।

আল্লাহ যুগেযুগে বান্দাদের প্রতি তাঁর অগণিত রহমতের কথা স্মরণ করিয়ে দিতে, এবং আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থাকে মানবকূলে ছড়িয়ে দিতে অসংখ্য মানুষকে তাঁর মনোনীত নবী-রাসূল রূপে দুনিয়াতে প্রেরণ করেছেন। সে নবী-রাসূলগন আমাদের ভিন্নচোখে পৃথিবীকে দেখতে শিখিয়েছেন। তাওহীদের রঙে জীবনকে রাঙাতে শিখিয়েছেন। তাদের জীবনে ছিলো বান্দাদের প্রতি আল্লাহর প্রত্যাশিত বিধানের জীবন্ত প্রতিফলন। তারা ছিলেন সত্যের সাক্ষ্য।


আল্লাহর সর্বশেষ নবী, রাসূলে আকরাম মুহাম্মাদ (স) হলেন বর্তমান উম্মাহর জন্য সর্বোত্তম জীবনাদর্শ। জীবনের ক্ষুদ্র কোনো দিক নেই- যা নিয়ে ইসলামের বক্তব্য নেই! ইসলাম জীবনবিমুখ নয়, বরং সম্পূর্ণ জীবনঘনিষ্ঠ এবং প্রাণবন্ত এক জীবন ব্যবস্থা। শরীফ আবু হায়াত অপু তার বইয়ের প্রবন্ধগুলোতে ইসলামের নিছক তাত্ত্বিকতার পরিবর্তে সর্বোতভাবে জীবনমুখীতার প্রত্যাশা করেছেন।

তত্ত্ব ছেড়ে জীবনে বইটি পেতে ক্লিক করুন – Https://Tinyurl.Com/Msdxytxc

© জাহিদ হাসান
সিয়ান | বিশুদ্ধ জ্ঞান | বিশ্বমান

Back to list

2 thoughts on “তত্ত্ব ছেড়ে জীবনে — জাহিদ হাসান

  1. Monirul Islam says:

    A nice review in a very brief but read friendly way.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *