fbpx
প্রচলিত ভুল (হার্ড কভার)
প্রচলিত ভুল (হার্ড কভার)

প্রচলিত ভুল (হার্ড কভার)

Author : মুফতী আবদুল মালেক
Publisher : রাহনুমা প্রকাশনী
Category : শিরক বিদআত ও কুসংস্কার

130

You Save TK. 90 (41%)

প্রচলিত ভুল (হার্ড কভার)

Share This Book:

ক্যাশ অন ডেলিভারী

৭ দিনের মধ্যে রিটার্ন

ডেলিভারী চার্জ ৬০ টাকা থেকে শুরু

Description

মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়া ঢাকা-এর মুখপত্র মাসিক আলকাউসার। আলকাউসের অন্যতম জনপ্রিয় একটি বিভাগ ‘প্রচলিত ভুল’। না জানা, ভুল জানা, অতি অল্প জানার কারণে সমাজে নানাবিধ ভুল ছড়িয়ে পড়ে। সমস্যা আরো ভয়াল রূপ নেয় যখন এই ভুলগুলোকে সাওয়াব পাবার মাধ্যম হিসেবে মানুষ পালন শুরু করে। শুরু হয় নিত্য নতুন বিদয়াত। কখনো-বা সীমা ছাড়িয়ে চলে যায় কুফর, শিরকের গণ্ডিতে। মাসিক আলকাউসার এই ভুলগুলো শোধরানোর চেষ্টা করে যাচ্ছে। এই বইয়ে মহররম ১৪২৬ থেকে মহররম ১৪৩৩ হিজরি পর্যন্ত প্রকাশিত প্রচলিত ভুলগুলোই সংকলিত করা হয়েছে।

Author

Author

মুফতী আবদুল মালেক

Reviews (3)

3 reviews for প্রচলিত ভুল (হার্ড কভার)

  1. Md Amdadullah Tafhim

    বইঃ প্রচলিত ভুল
    লেখকঃ মাওলানা মুহাম্মদ আব্দুল মালেক

    ♣ প্রাক-কথনঃ
    নববী আমল থেকে যতদূরে মানুষ অবস্থান করছে ততই মানুষের মধ্য থেকে ঈমান, আমল আর ইখলাস কমে আসতে শুরু করেছে। যার ফলশ্রুতিতে ধীরে ধীরে সমাজের রন্ধ্রে রন্ধ্রে দানা বাঁধছে বিভিন্ন কুসংস্কার, ভুল বিশ্বাস, ভুল ধারণা, ভুল প্রচলন এবং বিদআতের মত ঈমান ও আমল বিধ্বংসী কর্মকান্ড। এখলাস ও প্রকৃত ঈমানের অভাবে নিজের অজান্তেই বানোয়াট বিভিন্ন কথাকে হাদিস বানিয়ে রাসুল স. এর নামে চালিয়ে দেওয়ার মত ধৃষ্টতাপূর্ণ কাজও চলছে প্রতিনিয়ত। ভুল বিশ্বাস ও ভুল মাসআলার বেশি প্রচার ও প্রসারের দরুণ প্রকৃত আমল ও কর্মপদ্ধতির স্থলে স্থান পাচ্ছে মাসআলাগত, চিন্তাগত এবং বিকৃত ইতিহাসের অন্ধানুকরণে ভুল আমল, ভুল বিশ্বাস। সমাজ থেকে এ ভুলগুলো দূরীভূত করে সত্য ও সঠিক আমল ও বিশ্বাস আনয়নের জন্য রাহনুমা প্রকাশনীর ক্ষুদ্র প্রয়াস ও প্রচেষ্টা “প্রচলিত ভুল”।

    ♣ বই-কথনঃ
    গ্রন্থটি মাসিক আল কাউসারের “প্রচলিত ভুল” বিভাগে প্রকাশিত প্রচলিত ভুল বিষয়ের সমষ্টিরূপ। বইটিতে সমাজের বিভিন্ন অঙ্গনে সাধারন মানুষের মধ্যে প্রচলিত ভুল যেমন- জাল হাদিস, ভুল ধারণা, কুসংস্কার, ঐতিহাসিক ও মাসআলাগত ভুল ইত্যাদির চিহ্নিত করে এর সত্য ও সঠিকরুপ এবং সহজ ও সরলভাবে তথ্যবহুল দালিলিক আলোচনার মাধ্যমে সংশোধন করার চেষ্টা করা হয়েছে। প্রচলিত কুফর, শিরক, বিদআতকে উৎখাত করে সুন্নাহ সম্মত পদ্ধতি আলোচনা করা হয়েছে। ভুল নাম,ভুল কথা, ভুল কাজ, ভুল ঘটনা, ভুল উচ্চারণ, ভুল প্রচলন, ভুল আমল, ভুল ধারণা, ভুল প্রথা, ভুল মাসআলা সহ প্রায় প্রত্যেক ক্ষেত্র নিয়েই সম্যক আলোচনা আছে, যা থেকে পাঠক পাবেন সঠিক আমলের সুন্নাহ সম্মত পদ্ধতি।

    ♣ কাদের জন্য এই বইঃ
    প্রথমেই বলতে হয়, এই বই সমাজের প্রত্যেক শ্রেণিপেশার মানুষের জন্য।নিজের অজান্তেই আমরা ভুল কাজ এবং ভুল আমলকে সুন্নাহ বলে চালিয়ে দেই যার ফলস্বরুপ আমলের মধ্যে চলে আসে বিদআতের মিশ্রন,হাদিসের ভাষ্যানুযায়ী যার সুস্পষ্ট পরিণতি জাহান্নাম। সেজন্য যারা সুন্নাহ সম্মত আমলের পাবন্দি করতে চায়, নিজ জীবনকে সুন্নাহ অনুযায়ী সাজাতে চায়, পরিপূর্ণ দ্বীনদারিতা নিজ জীবনে বাস্তবায়ন করতে চায়, ভুল ও মিথ্যা আমল থেকে নিজেকে বাঁচাতে চায় এমন প্রত্যেকের জন্যই এই বইটি হাইলি রিকমেন্ডেড।

    ♣ পাঠ্যানুভূতিঃ
    বইটি পড়ে নিজেকে সংশোধনের যথেষ্ট সুযোগ হয়েছে। বইয়ের আলোচ্য বিষয়ের অনেক গুলো ভুল বিষয় নিজের মধ্যেও পেয়েছি। সবচেয়ে ভালোলাগা অংশ হলো প্রতিটি ভুল বিষয়ের সংশোধনের পাশাপাশি সুস্পষ্ট দলিল উল্লেখ করা হয়েছে বইটিতে। নামায, সাওম, সংস্কৃতিসহ বিভিন্ন প্রেক্ষাপটের মারাত্নক কিছু ভুলজ্ঞানস্বল্পতার কারণে আমাদের মাঝে খুব গুরুত্বের সাথেই করা হয়, সেগুলো সংশোধন করা খুবই জরুরী। আর এসব ভুল সংশোধনের জন্য এসমস্ত বইয়ের প্রয়োজন অনস্বীকার্য।

    পরিশেষে, বইটির বিষয়বস্তু ইলমী ও গবেষণাধর্মী হলেও যেকোন স্তরের পাঠকই এ থেকে উপকৃত হতে পারবেন,ইনশাআল্লাহ।

    ♠ এক নজরে…
    বইঃ প্রচলিত ভুল
    লেখকঃ মাওলানা মুহাম্মদ আব্দুল মালেক
    প্রকাশনীঃ রাহনুমা প্রকাশনী
    পৃষ্ঠাঃ ২০৮
    মুদ্রিত মূল্যঃ ১৮০ টাকা

  2. Muhammad Tamimul Ihsan

    ||বুক রিভিউ||

    ▪︎ সমাজ আজ নানা ভাগে বিভক্ত। নানা ফিতনা,উপ-ফিতনায় জর্জরিত। হাজারটা ভূল ভ্রান্ত বিশ্বাস আর কুযুক্তির উপর টিকে আছে এই সমাজ।যার নেই কোনো কুরআন হাদীসের সঠিক ভিত্তি। আর এর ফলেই মানুষ পড়ে যায় মহা গোমরাহিতে। পরিশেষে ফল হয় আমাল বরবাদ। আর এই অশিক্ষা, ভূল শিক্ষা এবং খন্ডিত শিক্ষার কারণে সমাজে বহু প্রকারের ভূল ছড়িয়ে পড়ে থাকে।কখনো আবার মাসআলা মাসায়েলগত ক্ষেত্রে অনিচ্ছাকৃত ভূলের কারণেও ভূল ছড়ায়।তবে ভূল মানুষের হয়েই থাকে।আদম সন্তানের কেউই কোনোদিন নিষ্পাপ নয়। তাই যে কারণেই ভূল ছড়াক না কেন তা অবশ্যই সংশোধনযোগ্য।
    তাই সমাজের প্রচলিত ভূলগুলো নিয়েই মাওলানা আবদুল মালেক সাহেব কর্তৃক রচিত বই “প্রচলিত ভূল”।

    ▪︎ বইটির প্রথম সংকলনটি প্রকাশ করেছিলো মূলত রাহনুমা প্রকাশনী।মারকাযুদ দাওয়াহ থেকে প্রকাশিত মাসিক আল কাউসারের প্রচলিত ভূল বিভাগে আসা প্রশ্ন উত্তর গুলো দিয়েই সাজানো হয়েছে বইটি। যেখানে উঠে এসেছে সমাজে প্রচলিত ব্যাপক ভূলগুলো নিয়ে যা প্রায় শিরক ও বিদায়াতের পর্যায়ে চলে যায় বা বিদায়াত হয়ে যায়।বইটি শুরু থেকে শেষ পর্যন্ত এরকম অসংখ্য প্রশ্নের উত্তর যা সম্পূর্ণ শিরক ও বিদায়াতে ভরপুর তা দিয়ে সাজানে হয়েছে।যা প্রত্যেকটি মুসলিমের জন্য জানা অত্যন্ত জরুরী।

    ▪︎ বইটিতে বেশ কিছু মারাত্মক ধরনের ভূলগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে। তন্মধ্যে আছে বিভিন্ন ভূল বিশ্বাস, ভূল ঘটনা,ভূল নাম,ভূল উচ্চারণ,বলার ভূল,জাল হাদীস, হাদীস না,ভূল প্রচলন,বিদআত,ভূল আমক,ঈমান বিধ্বংসী আকিদা ইত্যাদি। বেশ কিছু ইন্টারেস্টিং প্রশ্ন রয়েছে বইটির মধ্যে। তন্মধ্যে,
    •মেরাজের নব্বই হাজার কালাম সম্পর্কে।
    •ইমাম রুকুতে গেলে কি তাকবীর বলে হাত বেঁধে দাঁড়াতে হয়?
    •কবরের প্রথম কোপের মাটিকে কবরের নিশানা বানানো।
    •সমস্যায় পড়লে কবরবাসীর সাহায্য প্রার্থনা করা।
    •তারাবীহ না পড়তে পারলে রোযা হবে না।
    এরকম আরো অনেক ভূল বিশ্বাস বা আকীদা নিয়ে বইটিতে ব্যাপক আলোচনা করা হয়েছে।

    ▪︎ বইটি কারা পড়বেন এবং কেন পড়বেন…??
    বইটি তারা পড়বেন যারা মূলত সাধারণ মানুষ দ্বীনের ব্যাপারে তেমন কোনো কিছুই জানেন না তারা বইটি পড়বেন।আমাদের মধ্যে থাকা ভ্রান্ত আকিদা বা বিশ্বাস ইনশাআল্লাহ বইটি পড়লে আশা করি কেটে যাবে।

    ▪︎ ব্যক্তিগত অনুভূতি : একসময় বিদআতপন্থী শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ার কারণে অনেক সময় নিজের ভিতরেই হাজারটা বিদআত ঢুকে বসে ছিলো। মাঝে মাঝে অনেক বিষয়ের উপর অবিশ্বাস হলেও উপযুক্ত জবাব পেতাম না। বইটি পড়ার পর আলহামদুলিল্লাহ প্রায় সব জবাব পেয়েছি।
    তাই বইটি বাংলার ঘরে ঘরে ছড়িয়ে যাওয়া উচিৎ এবং বইটি থেকে উপকৃত প্রত্যেকটি মানুষের হওয়া উচিৎ বলেই মনে করে থাকি।

    ▪︎ ব্যক্তিগত রেটিং : ৪/৫

    মাআসসালাম……….!!

  3. আব্দুর রহমান

    বর্তমান সমাজে ইবাদতের নামে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক ভুল বিশ্বাস, ভুল আকিদা, রীতিনীতি,জাল হাদীস, শিরক ইত্যাদি। আমরা এগুলো করে থাকি সওয়াবের নিয়তেই কিন্তু এটা যে রাসূল (স:) কতৃক সাব্যস্ত কি না তা যাচাই করি না। বর্তমান সমাজের তেমন কিছু ভুল নিয়েই জনপ্রিয় পত্রিকা মাসিক আল কাউসারে প্রচলিত ভুল বিভাগে কলাম লিখতেন মাওলানা মুহাম্মদ আব্দুল মালেক। এর মধ্যে ফেব্রুয়ারি ২০০৫ থেকে ডিসেম্বর ২০১১ পর্যন্ত কলামগুলোর গ্রন্থবদ্ধ রুপ হলো “প্রচলিত ভুল” বইটি।
    .
    ➤ সার-সংক্ষেপঃ-
    বইটিতে মাওলানা মুহাম্মদ আব্দুল মালেক বিভিন্ন শিরোনামের মাধ্যমে সাজিয়ে আলোচনা করেছেন। তথ্য ও দলীল প্রমানের মাধ্যমে দেখিয়েছেন বর্তমানে প্রচলিত বিভিন্ন ভ্রান্ত আকিদা, ভুল আমল, মিথ্যা কাহিনী সম্পর্কে। শুধুমাত্র এসব ভুল দেখিয়েই ক্ষ্যান্ত হননি বরং এর বিপরীতে সঠিক কাহিনী অথবা সঠিক সুন্নাতটিকেও তুলে ধরেছেন।
    .
    ➤ প্রচলিত কিছু ভুলঃ-
    ১। আবাবিল কোন পাখি বা কোন কিছুর নাম নয়।
    ২। তারাবীহ পড়তে না পারলে রোজাও হবে না।
    ৩। হাটুর কাপড় সরে গেলে ওযু ভেঙ্গে যাবে।
    ৪। ২৯ দিনে মাস হলে এক রোযা কম হয় না।
    ৫। অপরিচিত ব্যক্তিকে সালাম না দেয়া।
    ৬। হাঁচি এল মানে কেউ স্মরণ করেছে।
    ৭। রাতের বেলা ঝুটা পানি বাইরে ফেলা অলুক্ষুণে।
    ৮। দোকান খোলার পর প্রথম বিক্রি বাকিতে না করা।
    .
    ➤ বইটি কেন পড়বেনঃ-
    আমাদের সমাজের অনেক রীতিনীতি রয়েছে যা ভুলে ভরপুর। এমন সব ভুল যা আমরা সওয়াবের নিয়তেই করে থাকি কিন্তু এর পিছনে যদি রাসূল (স:) এর সমর্থন না থাকে তাহলে তা যতই সওয়াবের নিয়তে হোক না কেন তা বাতিল বলে গণ্য হবে। তাই এসব ভুল সম্পর্কে সঠিক জ্ঞান থাকা জরুরি। সেজন্য এসব ভুল গুলো সম্পর্কে ধারণা পেতে এবং তা থেকে বিরত থাকার জন্য বইটি সকলের পড়া উচিত। যাতে আমরা ইবাদতের নামে ভুল পথা পরিচালিত না হই।
    .
    ➤ ব্যক্তিগত অনূভুতি:-
    ব্যক্তিগত অনূভুতি যদি বলতে হয় তাহলে বলবো আমার পড়া অন্যতম সেরা একটি বই হলো “প্রচলিত ভুল”। বইতে লেখক শুধুমাত্র সমাজ ও ইবাদতের মধ্যে প্রচলিত ভুলগুলো চিহ্নিত করেই থামেনি, বরং এর বিপরীতে রাসূল (স:) এর সুন্নাহ অনুযায়ী কি আমল রয়েছে সেটাও নির্দেশ করেছেন। তাই সকলের নিকট অনুরোধ বইটি একবার হলেও পড়ুন। আর বেরিয়ে আসুন সমাজের প্রচলিত কিছু ভুলের জগত থেকে।

Add a review

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart

Sign in

No account yet?

ধন্যবাদ, আপনার প্রি-অর্ডারটি গ্রহণ করা হয়েছে।

আপনার যে কোন প্রশ্ন অথবা অর্ডারে কোন পরিবর্তনের জন্য ০১৮৪৪২১৮৯৪৪ নাম্বারে কল করুন ।