fbpx
পড়ো (পেপারব্যাক)
পড়ো (পেপারব্যাক)

পড়ো (পেপারব্যাক)

Author : ওমর আল জাবির
Publisher : সমকালীন প্রকাশন
Category : কুরআন বিষয়ক আলোচনা


পৃথিবীতে একটা বই নিয়ে অসংখ্য বই লেখা হয়েছে। একটা বই মানবজাতিকে আমূল বদলে দিয়েছে এমন নজির আর নেই।
আনপড় একটা জাতিকে একটা বই পড়াশোনাতে ডুবিয়ে দিয়েছে, এমন ঘটনা পৃথিবীতে আর ঘটেনি। পৃথিবীর লাখ লাখ মানুষ একটা বই আগা-গোড়া মুখস্থ করে রেখেছে—এমন বই একটিই।
পৃথিবীর সবচেয়ে প্রাচীন অডিওবুক সেটি—মানুষ শুধু পড়ে না, শোনেও…

বইটি দাবি করে সেটা এই পৃথিবীর না। বইটা দাবি করে সেটা ভুলের ঊর্ধ্বে। বইটি আলো দেয়, অন্ধকার সরায়। সত্য আর মিথ্যাকে আলাদা করে দেয়।
কোন বই সেটি? পড়ো বইটা সেই বইটিকে নিয়েই…’

206

You Save TK. 99 (32%)

পড়ো (পেপারব্যাক)

Share This Book:

ক্যাশ অন ডেলিভারী

৭ দিনের মধ্যে রিটার্ন

ডেলিভারী চার্জ ৬০ টাকা থেকে শুরু

Description

পড়ো বইটিতে আলোচনা করা হয়েছে পবিত্র কুরআনের বিভিন্ন আয়াত নিয়ে। আজ থেকে সাড়ে চৌদ্দ শো বছর আগে নাযিল হওয়া আয়াতগুলো আমাদের সমসাময়িক কাল, অবস্থা, পরিবেশের সাথে এক অদ্ভুতরকমভাবে মিলে যায়। এই আয়াতগুলো আবু জাহেলের জন্য যেমন ছিল চিন্তার ব্যাপার, আজকের দিনের ইসলামের শত্রু, নব্য আবু জাহেল, নব্য নমরুদ, ফিরাউনদের জন্যও ঠিক যেন সেভাবেই চিন্তার বিষয়। কুরআনের আয়াতগুলো আবু বকর রাযিয়াল্লাহু আনহু, ওমর রাযিয়াল্লাহু আনহু, উসমান রাযিয়াল্লাহু আনহুদের জন্য যেমন ছিল আশার বাণী, আত্মার খোরাক, আজকের দিনের মুমিনদের জন্যও সেরকম। সাড়ে চৌদ্দ শো বছর আগে এই বাণী শুনলে একজন মুমিনের অন্তর যেরকমভাবে প্রশান্তিতে ছেয়ে যেত, আজও কুরআনের প্রতিটি আয়াত প্রতিটি মুমিনের অন্তরকে প্রশমিত করে। পরিতৃপ্ত করে। মুমিনের অন্তর প্রকম্পিত হয়।
কুরআনের বিধানগুলো সেই সময়ে যেমন ছিল সমসাময়িক, আজকের দিনে বসেও তা ঠিক একইভাবে যুগোপযোগী। এজন্যই কুরআন সর্বদা সর্বাবস্থা, সর্ব-পরিবেশে সমানভাবে সবার জন্যই।

আমরা যারা পবিত্র কুরআনকে সহজে বুঝতে চাই, জানতে চাই, তাদের জন্য পড়ো বইটি নিঃসন্দেহে অনন্য একটি বই। লেখক ওমর আল জাবিরের ভাষায়—‘এটি কোনো তাফসির নয়। আধুনিক যুগের মানুষের জন্য কুরআনের আয়াতগুলোকে বৈজ্ঞানিক এবং যৌক্তিক দৃষ্টিভঙ্গি বিবেচনায় রেখে দেখা এবং সমসাময়িক প্রশ্ন, দ্বন্দ্ব এবং ঘটনাগুলোর ওপর প্রাসঙ্গিক আলোচনা’।

Author

Author

ওমর আল জাবির

Reviews (1)

1 review for পড়ো (পেপারব্যাক)

  1. সাওদা সিদ্দিকা নূর

    যে কুরআনের থাকার কথা ছিল আমাদের বুকে, আজ সেই কুরআন শুধুই আমাদের মুখে। আজ আমরা দায়সারা ভাবে দু’চার লাইন কুরআন পড়ে কুরআনকে ধুলোমলিন গিলাফে বন্দি করে রাখি। যার কারণে বৈজ্ঞানিক, যৌক্তিক ও সমসাময়িক দ্বন্দ্বে কুরআনের নির্দেশনাগুলো উপেক্ষিত হয়। আর আমরা মনে করি কুরআন বুঝি পুরানো হয়ে গিয়েছে, বর্তমান পরিস্থিতি বিবেচনায় কুরআন বুঝি অকার্যকর।

    অথচ ১৪শ’ বছর পূর্বে কুরআন নাজিল হলেও এর প্রতিটি বার্তা বর্তমান প্রেক্ষাপট, বর্তমান পরিবেশের জন্য সমানভাবে ফলপ্রসু। কুরআনের এই ফলপ্রসূ বার্তা বর্তমান কাল ও পরিস্থিতি বিবেচনায় কীভাবে মানবজাতির জন্য উপকারী, সেটা নিয়েই লেখক ‘ওমর আল জাবির’-এর গবেষণাধর্মী বই ‘পড়ো’। আজ বইটি সম্পর্কে দু’চারটি কথা বলা প্রয়োজন মনে করছি।
    .
    .
    .
    ▪️এক নজরে বই বৃত্তান্ত:

    বইয়ের নাম: পড়ো
    লেখক: ওমর আল জাবির
    প্রকাশনায়: সমকালীন প্রকাশন
    পৃষ্ঠা: ১৮৩
    মূল্য: ২২০ টাকা
    .
    .
    .
    ▪️বই পর্যালোচনা:

    বইয়ে বিশটি পাঠ রয়েছে। প্রতিটি পাঠে লেখকের ইলমের বিশাল পরিধি ফুটে উঠেছে। বইটির প্রথম পাঠেই লেখক জনমনে জন্ম নেয়া এক গোপন প্রশ্নের উত্তর দিয়েছেন। কুরআনে এমন কী আছে যা আমাদের কাজে লাগবে? এই পাঠকে আবার ছোটো চারটা পাঠে ভাগ করে ধরে ধরে কুরআনের আয়াত দ্বারা লেখক এই প্রশ্নের উত্তর দিয়েছেন।

    আরবি ব্যাকরণ না বুঝে শুধু তফসির বা বাংলা অর্থ পড়ে কুরআনের ব্যাপকতা বোঝা সম্ভব নয়। কারণ আরবিতে যেমন ভাবে বলা হয়েছে, ঠিক তেমন ভাবে বাংলায় অনুবাদ করা কখনোই সম্ভব নয়। যার কারণে শুধু বাংলা অনুবাদ পড়ে আমরা যেমন তৃপ্তি পাই না, ঠিক তেমন কুরআনের চমৎকৃত ব্যাপারগুলো বুঝতে পারি না। এজন্য লেখক ব্যাকরণ অনুযায়ী কুরআনের বিভিন্ন আয়াতগুলোর বিশদ ব্যাখ্যা, কুরআনের সুক্ষ্ম ও আকর্ষণীয় দিকগুলো প্রকৃত ভাবার্থ অনুযায়ী তুলে ধরেছেন।

    পর্যাপ্ত তথ্য-উপাত্ত, পরিসংখ্যান, যুক্তি, উদাহরণ ও বিজ্ঞান দ্বারা যুক্তিখণ্ডন করেছেন অবিশ্বাসীদের কয়েকটি প্রশ্নের। তুলে ধরেছেন কুরআনের সত্যতা।

    বইয়ের প্রথম দিকে লেখক সুরা ফাতিহার এক বিরাট ও চমৎকার বিশ্লেষণ দিয়েছেন। বিশ্লেষণটা এতটাই যৌক্তিক ও সুন্দর ছিল যে অন্তর প্রশান্ত হয়ে যাবার মতো। এই সুরার ব্যাখ্যাটা পড়ে আমি এমন কিছু শিখেছি যা কখনো কল্পনায়ও আনিনি। কুরআনের আরো কিছু সুরার কিছু আয়াতেরও এমন চমৎকার বিশ্লেষণ ছিল। প্রতিটি ব্যাখ্যা, বিশ্লেষণ পাঠককে নুতন আঙ্গিকে কুরআনের পরিচয় করিয়ে দিবে।

    এক কথায় পুরো বইটিতে কুরআনের সৌন্দর্য এত যুগোপযোগী ও নিখুঁত ভাবে বর্ণনা করা হয়েছে যে বইটির ভেতর পাঠক একবার ঢুকলে আর বের হতে চাইবে না।
    .
    .
    .
    ▪️পাঠ অভিমত:

    যুগের পর যুগ পদস্খলিত মানবজাতি কুরআনের মর্মার্থ বুকে ধারণ সত্য পথের পথিক হয়েছে। হিদায়াতের নিবিড় অরণ্যে খুঁজে পেয়েছে প্রশান্তি। কিন্তু আজ আমাদের উম্মাহর কী হলো?

    আজ আমরা ছেলে-মেয়েদের লক্ষ লক্ষ টাকা ব্যয় করে চাইনিজ, ইংলিশ শেখালেও কয়েক হাজার টাকার বিনিময়ে আরবি শেখানোর মাঝে প্রচন্ড আনস্মার্টনেস খুঁজে পাই। শিক্ষার জন্য সুদুর চীনে গেলেও কুরআন শেখার জন্য ঘরের পাশের মক্তবে যেতে রাজ্যের অনীহা দেখাই। উম্মাহর এই করুণ দশা হবার কারণ কুরআনের ভাষায় কুরআন না বোঝা। এদের জন্য ‘পড়ো’ বইটি অবশ্যপাঠ্য একটা বই। আমি মনে করি সংশয় ও অবিশ্বাসের দোলাচলে যারা আছে, তাদেরও বইটি পড়া উচিত।

    লেখক ও প্রকাশক প্রথমেই বলেছেন, এটা কোনো তফসির গ্রন্থ নয়। আমিও লেখকের সাথে একমত। এটাকে বলা যায় কুরআনের আলোকে সমসাময়িক প্রশ্ন, দ্বন্দ্ব এবং বৈজ্ঞানিক-যৌক্তিক দৃষ্টিকোণ থেকে কুরআনিক গবেষণা গ্রন্থ।

    যারা কুরআনকে শুধু নামাজ, রোজা, হজ্ব ও যাকাতের ভেতর সীমাবদ্ধ রাখে, তাদের জন্য বইটি একটা চপেটাঘাত। কারণ কুরআনে যে নামাজ, রোজা বাদে আরো অনেক কিছু রয়েছে যা বর্তমান বিজ্ঞানকেও হার মানায়, সেটা চোখে আঙ্গুল দিয়ে লেখক দেখিয়ে দিয়েছেন।

    আগেই বলেছি, উম্মাহ আজ দুর্দশাগ্রস্ত। প্রথমত বিশ্বব্যাপী অমুসলিম মিডিয়ার ব্যাপক প্রভাব। তারপর আবার আমরা মনে করি, কুরআনের তফসির কিংবা গোটা কুরআন ঠোঁটের আগায় থাকলেই বুঝি উন্নতি করা যায়, বিজয় অর্জন করা যায়। কিন্তু দুঃখ হলেও সত্য যে, এখানেই উম্মাহ ভুল করেছে। যদি কুরআন নিজের ভেতর ধারণ করার পাশাপাশি বিজ্ঞান, দর্শন, সমসাময়িক বিষয়ে কুরআনের যৌক্তিক ব্যবহারেও উম্মাহ এগিয়ে যেতে পারত, তবেই এই উম্মাহর বিজয় হতো। আর এই বইটা উম্মাহর জন্য কুরআনের পাশাপাশি বিজ্ঞান, দর্শন, বর্তমান প্রেক্ষাপটে কুরআনের ব্যবহারগুলো যে অপরিহার্য, সেটা স্পষ্ট করে দিয়েছে।

    তাছাড়া, লেখকের লেখার প্রাঞ্জল্যতা, যুক্তির ফোঁড়, তর্ক ও বিজ্ঞানের প্রামাণ্য দলিল বইটির বিশেষ বিশেষত্ব। বইটা পড়ার জন্য কোনো বিশেষ শ্রেণীর পাঠক হওয়ার প্রয়োজন নেই। মাদ্রাসা, জেনারেল, সংশয়বাদী সবাই পড়তে পারবে। কারণ বইটিতে শুধু কুরআন ও তফসিরের পাশাপাশি বিজ্ঞান, দর্শন, পরিসংখ্যান, যুক্তি রয়েছে।

    বইটির বাইন্ডিং, পৃষ্ঠা, সম্পাদনা ভালো লাগলেও কভারটা খুব একটা পছন্দ হয়নি। বেশি সাদামাটা হয়ে গিয়েছে। ব্যক্তি ভেদে পছন্দের তারতম্য ঘটে। অন্যদের ভালোও লাগতে পারে। এটা একান্তই নিজের মত।
    .
    .
    .
    ▪️পাঠ অনুভূতি:

    এই রিভিউটি লিখতে আমার অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। তারপরও বইটি নিয়ে যে আবেগ জড়ো হয়েছে, সেটা তৃপ্তি ভরে প্রকাশ করতে পারিনি। আসলে কিছু কিছু বইয়ের সম্পর্কে বলতে গেলে, কোথাথেকে শুরু করব, আর কোথায় শেষ করব বুঝে ওঠা দায়।

    আসলে ‘পড়ো’ বইটা নিয়ে যতটা হৈ-চৈ হবার কথা ছিল, ঠিক ততটা হয়নি। এর অন্যতম কারণ কুরআন পড়ায় আমাদের রাজ্যের অনীহা। আমি তো মনে করি বইটার ধুমসে প্রচার হওয়ার কথা ছিল। প্রতিটা পাঠকের হাতে ‘পড়ো’ বইটি থাকার কথা ছিল। কারণ এই বই চিন্তার খোরাক জোগাবে। প্রতিটা পাঠ পাঠকের হৃদয়ের জানালা খুলে দিবে। সংশয়ের দোলাচলে দুলতে থাকা প্রতিটি হৃদয়কে সত্যের সংবাদ দিবে। কুরআনের সত্যতার জবাব দিবে।

    আশা করব লেখকের মনোবাসনা পূর্ণ হবে। অমুসলিম মিডিয়ার অপপ্রভাব ও সংশয়কে জীবন থেকে দুরে সরিয়ে দিবে প্রতিটি প্রাণ। ইসলামের ভাবমূর্তি ও কুরআনের অসাধারণ বাণী পৌঁছে যাবে সবার হৃদয়ে। শুধু মুখে নয়, মগজে ও বুকেও প্রবেশ করবে কুরআনের মাধুর্য।

Add a review

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart

Sign in

No account yet?

ধন্যবাদ, আপনার প্রি-অর্ডারটি গ্রহণ করা হয়েছে।

আপনার যে কোন প্রশ্ন অথবা অর্ডারে কোন পরিবর্তনের জন্য ০১৮৪৪২১৮৯৪৪ নাম্বারে কল করুন ।