fbpx
প্যারাডক্সিক্যাল সাজিদ (হার্ডকভার)
প্যারাডক্সিক্যাল সাজিদ (হার্ডকভার)

প্যারাডক্সিক্যাল সাজিদ (হার্ডকভার)

লেখক : আরিফ আজাদ
প্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্স
বিষয় : ইসলামি আদর্শ ও মতবাদ

225

প্যারাডক্সিক্যাল সাজিদ (হার্ডকভার)

Share This Book:

ক্যাশ অন ডেলিভারী

৭ দিনের মধ্যে রিটার্ন

ডেলিভারী চার্জ ৬০ টাকা থেকে শুরু

Description

বর্তমান যুগ হলো প্রেজেন্টাশানের যুগ। একটা জিনিসকে আপনি কিভাবে, কতোটা সহজে, কতোটা সাবলীলভাবে, কতোটা মাধুর্যতায় প্রেজেন্টেশান করছেন তার উপর কিন্তু অনেক কিছুই নির্ভর করে। ন্যাচারালি, মানুষের একটা স্বভাব হচ্ছে – এরা তত্ত্বকথা খুব কম হজম করতে পারে। এরা চায় সহজবোধ্যতা। প্যারাডক্সিক্যাল সাজিদ এর লেখক আরিফ আজাদ ঠিক এই পদ্ধতিই বেছে নিয়েছেন। তিনি গতানুগতিক লেকচার বা তত্বকথার ধাঁচে না গিয়ে, বক্তব্যের বিষয়গুলোকে গল্পের ধাঁচে ফেলে সাজিয়েছেন। প্রতিটি গল্পের শুরুতেই আছে মজার, আগ্রহ উদ্দীপক একটি সূচনা। কোথাও বা গল্পের কেন্দ্রীয় চরিত্র সাজিদের সাথে তাঁর বন্ধু আরিফের খুনসুটি, কোথাও বা মজার কোন স্মৃতির রোমন্থন, কোথাও বা আছে সিরিয়াস কোন ব্যাপারে সিরিয়াস কোন হুশিয়ারি। গল্পে মজা আছে, আনন্দ আছে। মোটামুটি, সার্থক গল্পে যা যা উপাদান থাকা দরকার, যা যা থাকলে পাঠকের গল্প পাঠে বিরক্তি আসেনা, রুচি হারায় না- তার সবকিছুর এক সম্মিলিত সন্নিবেশ যেন লেখক আরিফ আজাদের এই সিরিজের একেকটি এপিসোড।
গল্পে গল্পে যুক্তি খন্ডন, পাল্টা যুক্তি ছুঁড়ে দেওয়া, পরম মমতায় অবিশ্বাসের অন্ধকার দূরীকরণে এ যেন এক বিশ্বস্ত শিল্পী।

Author

Author

আরিফ আজাদ

Reviews (5)

5 reviews for প্যারাডক্সিক্যাল সাজিদ (হার্ডকভার)

  1. Md Amdadullah Tafhim

    বইঃ প্যারাডক্সিক্যাল সাজিদ
    লেখকঃ আরিফ আজাদ
    প্রকাশনী- গার্ডিয়ান প্রকাশনি
    মুদ্রিত মুল্য-৩০০ টাকা

    ভুমিকাঃ
    পৃথিবীর বিভিন্ন প্রান্তরে পথ চলতে চলতে দেখা হয় বিভিন্ন শ্রেণিপেশার, বিভিন্ন মত ও পথের ধারক ও বাহক, বিভিন্ন মূল্যবোধ সম্পন্ন ব্যক্তিদের সাথে। পশ্চিমাসভ্যতার অন্ধানুকরণপ্রিয় এসব মানুষ হরহামেশায় আমাদের সামনে ছুড়ে দেয় বিভিন্ন প্রশ্ন। খ্রিষ্টান মিশনারীদের হিপোক্রেসিমার্কা এসব প্রশ্নের সমুচিত জবাব জ্ঞানস্বল্পতার কারণে অনেক সময় আমরা দিতে পারি না। ফলশ্রুতিতে ইসলামের সুমহান শ্রেষ্ঠত্ব আমাদের যৌক্তিক প্রচেষ্টায় সুন্দরভাবে ফুটে উঠে না।

    সংশয়ের চোরাবালিতে পড়ে পথভ্রান্ত ও দিশেহারা মানুষের জন্য তথ্যবহুল, বৈজ্ঞানিক এবং তত্ত্বপূর্ণ যুক্তিনির্ভর আয়োজন ও আলোচনা একজন সংশয়বাদীর মন-মস্তিষ্কের চিন্তা ও চেতনাকে সমূলে প্রভাবিত ও বদলে দিতে পারে। সংশয় দূর করে এনে দিতে পারে ঈমানের মিঠাজ, তাওহীদে বিশ্বাস ও ভক্তি। আর সেই উদ্দ্যেশ্য সামনে রেখে মানুষের মনে দানাবাঁধা সংশয় ছিন্ন করে ঈমানের চিহ্ন বদ্ধমূল করার প্রত্যয়ে প্রকাশিত হয় গার্ডিয়ান প্রকাশনীর “প্যারাডক্সিক্যাল সাজিদ” বইটি।

    বিষয়বস্তুর নির্মোহ বিশ্লেষণঃ
    প্যারাডক্সিক্যাল সাজিদ বইটি লিখা হয়েছে সংশয়বাদী ও নাস্তিক সম্প্রদায়ের উত্থিত প্রশ্নাবলীর যথোপযুক্ত জবাব নিয়ে।গল্পচ্ছলে দেখানো হয়েছে হাদিসের তাদবীন(সংকলন ইতিহাস) লুকিয়ে, কুরআনের আয়াতের সামনের বা পেছনের অংশ বাদ দিয়ে খন্ডিতাংশের উপর ভিত্তি করে ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে উদ্দ্যেশ্যপ্রনোদিতভে ইসলামের উপর নাস্তিকদের অপপ্রচার এবং দেওয়া হয়েছে সমুচিত ও দাঁতভাঙ্গা জবাব। বইটিতে মূলত নাস্তিক নামধারী সুকৌশী ইসলাম বিদ্বেষিদের অযৌক্তিক প্রশ্নের খন্ডন করে দেখানো হয়েছে ইসলামের সুমহাম শ্রেষ্ঠত্ব।

    সর্বপরি,বলব অবিশ্বাসী কে কতটা মায়াভরা স্পর্শে বিশ্বাসের শীতল পরশ দেওয়া যায় সে চেষ্টাটুকুই করা হয়েছে বইটিতে।

    কাদের জন্য এই বইঃ
    আপনি যদি খুঁজে ফিরেন বিশ্বাসের যোক্তিক আভা, অন্তর্দ্বন্দের অবসান করতে বদ্ধ পরিকর হয়ে পড়েন তাহলে সাজিদ আপনার জন্যই হাত বাড়িয়ে দিয়েছে বইটিতে। অন্ধকারের অতল গহ্বরে হারিয়ে যাবার আগে আপনিও একবার হাত বাড়িয়ে দেখুন, সাজিদ আপনাকে টেনে তুলে আলোকিত জীবনের সন্ধান দিবে।আর পথভ্রষ্টদের ফিরিয়ে আনার ব্রত আপনি গ্রহণ করলে সাজিদ আপনার জন্যই অপেক্ষা করছে। ঘুরে আসুন পাহাড়সম এই জ্ঞানের অধিকারীর সাথে।

    আর অন্যধর্মের লোকদের ব্যাপারে বলবো, যদি জ্ঞান পিপাসু হন,জ্ঞানের আলোয় ধর্মীয় জ্যোতিতে আলোকিত হতে চান তাহলে পড়ে ফেলুন বইটি। নিজের অজান্তেই অনেক প্রশ্নের উত্তর পাবেন।

    আমার অনুভূতিঃ
    নাস্তিকদের অযাচিত যুক্তি আর বিশ্বাস যে কতটা অসাড় তা বইটি না পড়লে বুঝতেই পারতাম না। সাধারণ মানুষ এবং ধর্মীয় জ্ঞানহীনদের সামনে তাদের যুক্তির উপস্থাপন সাময়িক মূল্য পেলেও সাজিদের জ্ঞানগর্ভ আলোচনার সামনে সেগুলি খুব বেশী একটা সুবিধা করে উঠতে পারেনা। নিমিষেই চুপসে যেতে বাধ্য হবে অবান্তর প্রশ্নগুলি।

    আশা করি বইটা আপনার বিশ্বাসকে মজবুত করবে ইনশাআল্লাহ। নিজের অজান্তেই অন্যরকম বিশ্বাসে মন ভরে উঠবে। প্রত্যেকটা অনুচ্ছেদ পড়ে শেষ করে ভাববেন ” হায়! এটাতো আমার সামনেই ছিলো। কিন্তু এভাবে ভেবে দেখিনি”।

    পরিশেষে, বিজ্ঞান ও যুক্তিনির্ভর ইসলামী মূল্যবোধের আলোকে নিজেকে সাজানোর প্রত্যয়ে বইটি পড়ার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।

  2. সিরাজাম বিনতে কামাল

    📝অবতরণিকা:
    —————————

    অনলাইন কিংবা অফলাইন সবার মুখে মুখে একই কথা,❝আরিফ আজাদ নামের নতুন এক লেখক সেই একটা বই লিখেছে। বইয়ের নাম প্যারাডক্সিক্যাল সাজিদ।❞

    আমি তন্মধ্যে ইসলামি অনেক বই পড়ে ফেললেও তখনও ‘প্যারাডক্সিক্যাল সাজিদ’ পড়া হয় নি। বহুল আলোচিত এই বইটি কেনো পড়বেন, কারা পড়বেন এসব বলে রিভিউ বড় করতে চাচ্ছি না। সংক্ষেপে বহুল আলোচিত এই বইটি নিয়ে নিজের মতামত আর ভালোলাগা টুকুই উল্লেখ করার চেষ্টা করবো। ইন শা আল্লাহ!

    🎯সভ্যতার শুরু থেকেই চলছে সত্য ও মিথ্যার ধারাবাহিক লড়াই। কোনটা সত্য আর কোনটা মিথ্যা! জানার আগ্রহ ক্রমে বেড়েই চলছে জ্ঞানপিপাসু মানুষগুলোর।

    যুগের সাথে তাল মিলিয়ে চলছি আমরা সবাই। চলার পথে নানান মানুষের, নানান মতের সাথে পরিচিত হচ্ছি প্রতিনিয়ত। এই মতের বিচার-বিশ্লেষণ, দ্বন্দ্ব-প্রতিদ্বন্দ্বিতায় কারো বিশ্বাস পালটে যাচ্ছে, আবার কারো বিশ্বাস হচ্ছে সুদৃঢ় আগের চেয়ে।

    তবে বিজ্ঞানমনষ্ক মুক্তমনা বাস্তুবাদী মানুষগুলোর জানার আকাঙ্ক্ষা এক্টু বেশি। তারা যেন কিছুতেই কিছুর সামঞ্জস্য খুঁজে পায়না বা পেলেও সেটা অনেকদিন টিকে থাকেনা। আর এজন্য’ই তারা প্রশ্ন করে হোক যুক্তিসহ বা যুক্তিহীন। আবার কেউ কেউ যেন ইসলাম ধর্মকে ছোট করার জন্যই বা ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষগুলোকে ধরাশায়ী করার জন্যে ইচ্ছে করেই উদ্ভট প্রশ্ন করে থাকে।

    এইরকম প্রশ্নের মুখোমুখি বইয়ের লেখক আরিফ আজাদ একাই হননা। আমরা অনেকেই এমন প্রশ্নের সম্মুখীন হই। বিশেষ করে দ্বীনের পথে চলা মানুষগুলো নিজের সার্কেলের পরিচিত মানুষদের দ্বারাই এ’রকম অপ্রত্যাশিত পরিস্থিতির শিকার হয়। আর সবার করা প্রশ্নের উত্তরগুলোই আরিফ আজাদ খুব সুন্দরভাবে এই বইয়ে তুলে দিয়েছেন।

    প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তিনি সাজিদ চরিত্রকে বেছে নিয়েন। সাজিদ নিজে একসময় অবিশ্বাসী থাকলেও এবার সে পাক্কা বিশ্বাসী। আর যেকোন প্রশ্নের উত্তর খুবই সহজভাবে, প্রাঞ্জলতার সাথে দিয়ে দেন।

    🎯বই পড়ে অনুভূতি:
    —————————-

    আমার মতে, ধর্মের প্রতি বিশ্বাস মানেই হতে হবে না দেখে অন্ধবিশ্বাসের মত। আর এই বিশ্বাসের কারণেই হয়তো আমার মনে বইয়ের অবিশ্বাসীদের প্রশ্নগুলোর মত এমন কোন প্রশ্ন কখনো আসে নি। বা ইসলামিক অনেক অনেক ঘটনা বা তার প্রেক্ষাপট জানার কারণেও হয়তো এই ধরণের প্রশ্ন মনে আসেনি।
    তবে সাজিদ কোন প্রশ্নের উত্তর কিভাবে দিবে এইটা পড়ার জন্য খুবই এক্সাইটেড থাকতাম। একসময় পানির মত সহজ একটা উত্তরও পেয়ে যেতাম।

    🎯যা ভাল লেগেছে:
    —————————

    সাজিদ উত্তর দেওয়ার সময় বিভিন্ন বৈজ্ঞানিক ব্যাখা দিয়েছেন আবার কুর’আনিক ব্যাখার মাধ্যমেও মিলিয়ে দিয়েছেন যেগুলো সবচেয়ে বেশি ভাল লেগেছে। কুর’আনের ব্যাকরণিক ব্যাখাগুলোও ভাল লেগেছে।

    সাজিদের মত আমিও বলব,❝আমরা বিজ্ঞান দিয়ে কুরআনকে বিচার করিনা; বরং দিনশেষে বিজ্ঞানই কুরআনের সাথে এসে কাঁধে কাঁধ মেলায়।❞

    যেকোন প্রশ্নপিপাসু মানুষ এই বইটি পড়তে পারেন। মনের অনেক দ্বিধা-দ্বন্ধ ঝরে যাবে। বুঝতে পারবেন যুক্তিতেই মুক্তি নাকি বিশ্বাসের যুক্তিতে মুক্তি!

  3. Shahriar Mohammad Aqib

    ইসলামি বিভিন্ন আকীদা নিয়ে নাস্তিকদের প্রশ্নের শেষ নেই। নানান ভাবে তারা ইসলামের আকীদা বিষয়ে নানান বিভ্রান্তি ছড়িয়ে থাকে।এসকল বিভ্রান্তি ও মিথ্যার জবাব নানান জন নানান ভাবে দিয়েছেন।আরিফ আজাদ এক্ষেত্রে এক অভিনব উপায় অবলম্বন করেছেন তার “প্যারাডক্সিক্যাল সাজিদ” বইতে। তিনি সাজিদ চরিত্রের মধ্য দিয়ে গল্পের আকারে ফুটিয়ে তুলেছেন নাস্তিকদের অপপ্রচারের জবাবগুলো।এতে কুরআনের বিভিন্ন সৌন্দর্যও ফুটে উঠেছে।চৌদ্দশ বছর আগে কুরআন যে কথাগুলো বলেছে তা আজকের বিজ্ঞানের সাথে মিলে যাচ্ছে। এ সত্যিই এক মহা বিস্ময়।বস্তুত কুরআন এমনই এক বিস্ময়কর গ্রন্থ যা আল্লাহ তায়ালার পক্ষ থেকে আখেরি নবি মুহাম্মদ (স) এর উপর অবতীর্ণ।যাদের মনে ইসলামের বিভিন্ন বিষয়গুলো নিয়ে কিছুটা প্রশ্ন বা দ্বিধা রয়েছে তারা যেমন এ
    বই থেকে উপকৃত হতে পারবেন তেমনি যারা খাঁটি মুমিন তারাও কুরআনের সৌন্দর্য উপলব্ধি করতে পারবেন।

  4. Umme Suraiya

    বিসমিল্লাহির রহমানির রহিম

    বই : প্যারাডক্সিক্যাল সাজিদ ১
    লেখক : আরিফ আজাদ
    প্রকাশনী:গার্ডিয়ান
    মুদ্রিত মূল্য :৩০০ টাকা
                  
    চারিদিকে ঘুটঘুটে অন্ধকার!সেই অন্ধকার গ্রাস করে আছে সবকিছু। এমন সময় কোথা থেকে যেন ছুটে আসে এক উষ্ণ আলোক রশ্মি।সেই আলোর পরশে নিমিষেই মিলে যায় অন্ধকার রাত। যাত্রা শুরু হয় এক নতুন দিনের, নতুন সময়ের।এমনই আবহওয়াতে সত্য ও পবিত্র পথের সন্ধানে দুঃসাহসিক গল্প নিয়ে এগিয়ে যায় সাজিদ। আর অবিশ্বসের দেয়ালে গেঁথে দেয় বিশ্বাসের কথামালা।

    শিক্ষা:
    —————————-
    একজন অবিশ্বাসীর মনে যেসব প্রশ্ন সাধারণত জন্মে, তারা ইসলাম নিয়ে যা চিন্তা করে এবং যেভাবে ইসলামকে উপস্থাপন করে সেসব প্রশ্নের উত্তর দিয়েছেন এ বইয়ের মূল চরিত্র সাজিদ। যা কুরআন ও হাদিসের আলোকে তিনি সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।

    এছাড়া আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এটা আপনাকে অনুধাবন করাবে আল-কুরআনকে কখনো এক দৃষ্টিকোন থেকে বিচার করতে নেই। তাকে সামগ্রিক ভাবে বিবেচনার ভিত্তিতে বিচার করে সিদ্ধান্তে উপনীত হতে হয়।

    লক্ষনীয় বিষয় :
    ———————–
    আলোচ্য সাজিদ যেভাবে প্রতিটি প্রশ্নের উত্তর যুক্তি সহ দিয়েছেন, তার যুক্তির ধরন সমূহ এবং যৌক্তিকপূর্ণ উদাহরণ সমূহ অবশ্যই প্রশংসনীয় এবং লক্ষনীয়।

    আমার মতামত :
    ———————–
    বইটি নিঃসন্দেহে গভীর জ্ঞান সম্পূর্ণ একটি বই।
    এছাড়া বইটির প্রস্থচ্ছেদ ও পেইজ কোয়ালিটি সুন্দর ছিল।

    শেষ কথন :
    ————————
    বইটি আমাকে অনেক কিছু শিখিয়েছে। হৃদয়ের অন্তঃস্থল থেকে দোয়া সকলের জন্য যারা এই বইটি আমাদের হাত পর্যন্ত সাহায্য করেছেন।

    রিভিউ দাতা :
    Umme Suraiya

  5. Meher Afroz

    📙বুক রিভিউ 📓
    বই : প্যারাডক্সিক্যাল সাজিদ
    লেখক : আরিফ আজাদ
    প্রকাশন: গার্ডিয়ান পাবলিকেশন
    পৃষ্ঠা : ১৬০

    সমাজের নাস্তিক আর সংশয়বাদীদের দাঁতভাঙা প্রশ্নের জবাব দিতে নতুন প্রজন্মের প্রতিশ্রুতিশীল কথাসৈনিক লেখক আরিফ আজাদ রচনা করেছেন ‘প্যারাডক্সিক্যাল সাজিদ’ বইটি। তিনি একান্ত নিজের মতো করে অবিশ্বাসীদের জবাব দিয়েছেন। সাহিত্যের প্রচলিত গাম্ভীর্যতা পরিহার করে গল্পোচ্ছলে মিথ্যার ফানুস উড়িয়ে দিয়েছেন।ইসলাম-বিদ্বেষী, নিন্দুক আর প্রান্তিকতার চাদরে মোড়ানো ঘৃণিত প্রাণগুলোর এক একটি মুখ থোব্রে পড়েছে বইটির প্রতিটি তথ্য ও যুক্তির কাছে।পাঠকমনে লেখক সত্যের বীজ বুনছেন তথ্য, যুক্তি,দর্শন, বিজ্ঞান এবং বাস্তবতার মাধ্যমে; কিছুটা আকর্ষণীয় ঢঙে, খুব সহজ ও সাবলীল ভাষায়।

    বইটিতে যা আছেঃ—
    এটি একটি ইসলাম বিষয়ক ধারাবাহিক গ্রন্থ সিরিজ।সাজিদ নামক চরিত্রের ধারাভাষ্যে ইসলামী বিশ্বাসের বিরুদ্ধে বিভিন্ন প্রশ্নের উত্তরে সাজানো ছোটগল্পের সমাহারও বলা চলে। যারা ইসলাম বিরোধী প্রশ্ন সমাজে ছুরে ইসলামী তথ্য- যুক্তিকে ভুল প্রমাণ করার চেষ্টা করে বা করছে তাদের এমন কর্মকান্ড কতটা হাস্যকর এবং মিথ্যা সেটাই স্পষ্ট ভাষায় লেখক প্রমাণ করেছেন।

    পাঠ্যানুভূতিঃ—

    দেখতে শুনতে বই পড়ুয়া আট দশটা সাধারণ টাইপের ছেলে মতো’ই সাজিদ। ভার্সিটি জীবনে এসে পরিবেশ- পরিস্থিতির স্বীকার হয়ে সে নিজেও ইসলামের কিছু বিষয় নিয়ে সংসয়ে ভুগছিলো। তারপর, আল্লাহর অশেষ রহমতে একসময় তাঁর সংসয় দূর হয়ে যায়।ইসলামকে নিয়ে ভাবে, স্যার আর বন্ধুদের সাথে যৌক্তিক আলোচনা করে।গল্পগ্রন্থে শুরুটা এরকমই ছিলো আস্তে আস্তে আরো অগ্রসর হয়।সাহিত্যের মোড়কে আমাদের শেখায় ইসলাম সেই চৌদ্দশ বছর আগের ধর্ম নয় কিংবা গুটিকয়েক ধর্মপ্রাণ মুসলিমের ধর্ম নয় বরং ইসলাম সর্বজনীন সর্বপ্রকার সংসয়, সন্দেহ এবং বিভ্রান্তির উর্ধ্বে। বইটা পড়ে নিজের ভেতর একটাই প্রশ্ন জেগেছিলো,‘ আচ্ছা প্রতিটি ছেলে যদি হিমু না হয়ে সাজিদ হতে চায়। তাহলে প্রতিটি মেয়ে তাদের সতন্ত্র বৈশিষ্ট্য আর এরিয়ার ভেতর থেকে সাজিদের মতো হতে পারবে না?’ বোনদের জন্যও একটি চরিত্র রচনা করার জন্য লেখকের কাছে আকুল আবেদন রইল।

    রিভিউদাতাঃ Meher Afroz

Add a review

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart

Sign in

No account yet?

ধন্যবাদ, আপনার প্রি-অর্ডারটি গ্রহণ করা হয়েছে।

আপনার যে কোন প্রশ্ন অথবা অর্ডারে কোন পরিবর্তনের জন্য ০১৮৪৪২১৮৯৪৪ নাম্বারে কল করুন ।