fbpx
জীবন পথে সফল হতে (পেপারব্যাক)
জীবন পথে সফল হতে (পেপারব্যাক)

জীবন পথে সফল হতে (পেপারব্যাক)

Author : শাইখ ড. আব্দুল কারীম বাক্কার
Translator : আব্দুল্লাহ মজুমদার
Publisher : সমকালীন প্রকাশন
Category : অনুপ্রেরণা ও আত্ম-উন্নয়ন


একটি বিশেষ কাজ রয়েছে—যা করলে অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসার গোলাপ প্রস্ফুটিত হয়, তার দয়া ও অনুগ্রহ পাওয়া যায়। সে কাজটি হলো, ফজরের আগে উঠে আল্লাহর কাছে দুআ করা, তার জন্য সালাত আদায় করা। এ কাজটি নিয়মিত করতে পারলে বিশাল সব অর্জন আমাদেরকে হাতছানি দিয়ে ডাকবে। কারণ, আল্লাহর জন্য বিনয়ী হওয়া, তার সামনে নত হওয়া, তার কাছে নিজেকে সঁপে দেওয়ার থেকে বড় কিছু নেই। তাঁর দয়া ও সাহায্য ছাড়া আমরা অসহায়! তাঁর প্রশংসায়, তাঁর ইবাদতে আমরা নিজেদের অসহায়ত্বকে তুলে ধরব। আর এটি হবে আমাদের অন্তর বিগলিত করার মাধ্যম।

163

You Save TK. 69 (30%)

Out of stock

জীবন পথে সফল হতে (পেপারব্যাক)

Share This Book:

ক্যাশ অন ডেলিভারী

৭ দিনের মধ্যে রিটার্ন

ডেলিভারী চার্জ ৬০ টাকা থেকে শুরু

Description

অ্যারিস্টটলকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, ‘সফলতা মানে কী?’ অ্যারিস্টটল বলেছিলেন, ‘তোমাকে যদি নদীর পানিতে চুবিয়ে ধরি, তখন তোমার মন ঠিক কী চাইবে?’ বলা হলো, ‘আমি তখন প্রবল চেষ্টায় পানি ফুঁড়ে মাথা তুলে বাঁচতে চাইব।’ অ্যারিস্টটল বললেন, ‘এটাই হলো সফলতা’।

পৃথিবীতে সফলতার সংজ্ঞা একেকজনের কাছে একেক রকম। এই যেমন অ্যারিস্টটলের কাছে শুধু জীবন বাঁচানো বা জীবন ধারণটাই সফলতার মাপকাঠি। আমাদের জীবনের লক্ষ্যটা তখনই ব্যহত হয়, যখন আমরা জীবনটাকে স্রেফ আমোদ-প্রমোদ আর হাসিখুশির বাক্স বানিয়ে ফেলি। যখন আমরা ধরে নিই যে সম্পদ, খ্যাতি আর নাম যশই জীবনের সবকিছু। সফলতা। নাহ! এটার নাম জীবন বটে; কিন্তু সফলতা নয়।

সফলতার সংজ্ঞাটা আসলে আপেক্ষিক। মানুষের জীবনটাই একটা পরীক্ষা৷ এই পরীক্ষার শুরু মায়ের উদর থেকে পৃথিবীতে আগমনের মধ্য দিয়ে, আর শেষ হয় শেষ নিঃশ্বাস ত্যাগের মাধ্যমে। মাঝের এই সময়টুকুতে মানুষকে পাড়ি দিতে হয় এক কঠিন যুদ্ধক্ষেত্র। এখানে রোগ, শোক, জরা-ব্যাধির মতো খাঁদ আছে৷ আছে বিপর্যয়, ব্যর্থতা, গ্লানি আর দুঃখবোধের মতো কিছু বিপদ। এই বন্ধুর, অসমতল আর কঠিন পথটুকুতে মানুষকে পদে পদে মুখোমুখি হতে হয় চ্যালেঞ্জের। পরিচয় দিতে হয় ধৈর্য, সাহস আর বুদ্ধিমত্তার।

বিশ্বাসী মানুষের জন্যে ক্ষেত্রটা আরও বড়। তার লক্ষ্য হয় আখিরাতকেন্দ্রিক। তাকে প্রতিটা মুহূর্তে ভাবতে হয় আখিরাতের কথা। পরকালের হিসাব-নিকাশের কথা। জবাবদিহিতার কথা। সে চাইলেই অধৈর্য হয়ে পড়তে পারে না, কারণ তাকে বিপদে ধৈর্যধারণ করতে বলা হয়েছে। সে চাইলেই মিথ্যে বলতে পারে না, সে চাইলেই লোক ঠকিয়ে বড় হওয়ার কথা ভাবতে পারে না, সে পারে না অসৎ হতে। তাকে সেভাবেই চলতে হয় যেভাবে তাকে চলতে বলা হয়েছে। তাকে দেওয়া হয়েছে একটি গাইডলাইন। সেই গাইডলাইন অনুযায়ী জীবনযাপন করলেই তাকে ‘সফল’ বলা যায়।

আমাদের সমাজের বিশাল একটা জনগোষ্ঠীর অংশ হলো তরুণ সমাজ। বলা হয় তরুণরা একটি জাতির ভিত্তি৷ একটি জাতির ভবিষ্যত নির্ভর করে সেই জাতির তরুণ সমাজের ওপর। এই সময়টাই হলো জীবনের লক্ষ্য, উদ্দেশ্য আর গতিপথ ঠিক করার মোক্ষম এবং উপযুক্ত সময়। এই সময়টাতে নিজেকে ঠিকমতো গুছিয়ে নিতে না পারলে জীবনের পরীক্ষায় হেরে যাওয়ার বিশাল একটা আশংকা থেকে যায়। তাই, আমাদের তরুণ-তরুণীদের উদ্দেশ্য করে প্রখ্যাত শাইখ ড. আব্দুল কারীম আল বাক্কার হাফিযাহুল্লাহ রচনা করেছেন ইলা আবনাঈ ওয়া বানাতি! খামসুনা শাময়াতান লি-ইযায়াতি দুরুবিকুম

বইটিতে তিনি এমন ঢঙে এবং এমন সুরে তরুণ-তরুণীদের উদ্দেশ্যে কথা বলেছেন, যেভাবে একজন পিতা তার সন্তানদের মাথায় হাত রেখে কথা বলে। তিনি জীবন পথের পাথেয় নির্ধারণে এমন সব উপায়, উপকরণ আর বাস্তবতার উদাহরণ তুলে এনেছেন, যা একজন তরুণকে সত্যিই ভাবিয়ে তুলবে। বইটি পড়ে একজন বিশ্বাসী যুবক ফিরে পাবে আত্মবিশ্বাস। নতুন উদ্যম আর উদ্দীপনায় শুরু করবে তার যাত্রা, ইনশাআল্লাহ।

Author

Author

আব্দুল্লাহ মজুমদার

শাইখ আব্দুল কারীম বাক্কার

Reviews (4)

4 reviews for জীবন পথে সফল হতে (পেপারব্যাক)

  1. Amit Hasan

    ■ বই রিভিউ- জীবন পথে সফল হতে

    ■ শুরুর কথা-

    “সফলতা”কে চায় না অর্জন করতে? আমাদের সফলতা এই দুনিয়ার টাকা-পয়সা, বাড়ি-গাড়ি, শিক্ষা-দীক্ষা এর মধ্যে সীমাবদ্ধ। আমরা মানুষ মনে করি এগুলো যার আছে সেই সফল। কিন্তু আল্লাহ বলেন,

    “যে ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করা হল এবং জান্নাতে দাখিল করা হল, অবশ্যই সে ব্যক্তি সফলকাম হল, কারণ পার্থিব জীবন ছলনার বস্তু ছাড়া আর কিছুই নয়।”
    [ সূরা আলে ইমরান- ৩:১৮৫]

    অর্থাৎ আল্লাহর কাছে সফলতার সংজ্ঞা পুরোপুরি বিপরীত।

    সুতরাং আমাদের কাছে সফলতার লক্ষ্য হওয়া উচিত আখিরাতমুখী। আর যে ব্যক্তি আখিরাতে সফল হওয়ার লক্ষ্য রাখে তাহলে তার দুনিয়াবী জীবনও আত্মিক সফলতায় পরিপূর্ণ হবে। আর এই সফল হওয়ার মূল শর্ত হলো অন্তরে ঈমানকে ধারণ করে পরিপূর্ণ মুমিন হওয়া।

    হাদিসে এসেছে,

    “মুমিন ছাড়া আর কেউ জান্নাতে প্রবেশ করবে না।” (আহমাদ)

    আর জান্নাতে প্রবেশই আমাদের মূল সাফল্য। আর এর সঙ্গেই জড়িত আমাদের ব্যক্তি জীবনের সাফল্য।

    যদি আমরা আমাদের ঈমানকে মজবুত করতে পারি তাহলে আমরা আমাদের অন্তরকে পরিশুদ্ধ করতে পারি। আর ঈমানের পথে যদি আমরা নিজেদেরকে বলীয়ান করতে পারি ঈমানের চেতনাকে যদি আমরা আঁকড়ে ধরে বাঁচতে পারি তাহলে আমরা এমন কিছু মানবীয় গুণাবলীর অধিকারী হবো যেগুলোর সঠিক বাস্তবায়নই আমাদের ইহকালীন ও পরকালীন উভয় জীবনে সফল হতে সহায়ক হবে। তেমনই কিছু মানবীয় গুণাবলীর কথা স্মরণ করে দেবে আলোচ্য বই “জীবন পথে সফল হতে”।

    ■ বই কথন-

    কি কি মানবীয় গুণাবলী হৃদয়ে ধারণ করে আমরা ইহকালীন ও পরকালীন জীবনে সফলতা অর্জন করতে পারি তারই নসিহত দেওয়া হয়েছে আলোচ্য বইটিতে। মূলত বইটিতে ইসলামের আলোকে সফলতার মূল মন্ত্র গুলোকে তুলে ধরা হয়েছে। পঞ্চাশটি শিরোনামে পঞ্চাশটি পৃথক মূলমন্ত্র বইটিতে স্হান পেয়েছে।

    ■ বইটির প্রয়োজনীয়তা-

    আমরা সবাই সফল হতে চাই। কিন্তু সফলতা সহজেই সবাইকে ধরা দেয় না। কারণ সফলতা অর্জন করতে অনেক কাঠ-খড় পোড়াতে হয়। আমাদের এবং আমাদের সফলতার মাঝে আছে এক বাঁধার দেওয়াল। যারাই একে টপকাতে পারবে তারাই ধাপে ধাপে চূড়ান্ত সফলতার দিকে এগিয়ে যাবে। বইটি পাঠে একজন পাঠক বা পাঠিকা এই বাঁধার দেওয়াল কিভাবে উতরানো যায় তার সমাধান পাবেন আশা করা যায়।
    বইটি পাঠের মাধ্যমে একজন পাঠক বা পাঠিকা নিজেকে নতুন রূপে আবিষ্কৃত করতে পারবেন। বইটিতে উল্লেখিত উপদেশমালা একজন পাঠক বা পাঠিকাকে নতুন করে পথ চেনাতে সাহায্য করবে। যা তাকে সফলতার সিড়ি বেঁয়ে উপরে উঠতে সাহায্য করবে আশা করা যায়।

    ■ বইটি কাদের জন্য-

    বইটি আসলে সকল মুসলিমের জন্যই প্রযোজ্য। তবে বর্তমান তরুণ প্রজন্মের জন্য বইটি আবশ্যকীয় পাঠ করা প্রয়োজন। কারণ বর্তমান তরুণ প্রজন্ম আজ শুধু দুনিয়াবী সফলতার পিছনে ছুটছে। তারা ভুলে গিয়েছে তাদের আসল গন্তব্য। তাদের আসল সফলতার ঠিকানা। আবার অনেকে সফল হতে ব্যর্থ হয়ে ফিরে চলে হতাশার পথে। এমন সবার জন্যই বইটি সহায়ক হবে বলে মনে করি। এছাড়া বর্তমান সময়ে আমাদের অভিভাবকগণ তাদের সন্তানদের শুধু দুনিয়াবী সফলতার পেছনেই লেগে থাকেন তারা নিজেরাও ভুল পথে চলেন তাদের সন্তানদেরকেও সেই পথের দিশারী করতে চান। সেই সমস্ত অভিভাবকদের জন্য ও বইটি পাঠ করা প্রয়োজন যাতে তারা সফলতা মূল সংজ্ঞা অনুধাবন করতে পারেন এবং তাদের সন্তানদেরকেও সেই পথে চলতে অনুপ্রেরণা জোগাতে পারেন।

    ■ সমালোচনা-

    বইটি অনুবাদ করেছেন প্রিয় আব্দুল্লাহ মজুমদার ভাই। তিনি খুবই সাবলীল ভাবে অনুবাদ করেছেন। বইটিতে তেমন ভুলত্রুটি চোখে পড়েনি। কোরআন হাদিসসহ অন্যান্য রেফারেন্স গুলো যথাযথ ভাবে উল্লেখ করা হয়েছে। বইয়ের প্রচ্ছদ টাও বইয়ের বিষয়বস্তুর সাথে মানানসই হয়েছে মাশাআল্লাহ। তবে ব্যক্তিগত ভাবে মনে করি এত সুন্দর একটি বই হার্ডকভার করলে আরো উন্নত ও দৃষ্টিনন্দন হতো।

    ■ শেষ কথা-

    শেষ করবো, একটি আয়াত দিয়ে। আল্লাহ বলেন,

    “মুমিনগণ সফলকাম হয়ে গেছে।”
    [সূরা মুমিনুন-২৩:১]

    মুসলিম হিসেবে আমাদের আল্লাহর ওয়াদার কথা মনে রাখা প্রয়োজন। কারণ আল্লাহর ওয়াদা সত্য। তাই জীবনের সফলতার বার্তা হওয়া উচিত আল্লাহর কাছে শুকরিয়া ও দোয়া তার জীবন বিধান পরিপূর্ণ ভাবে মেনে চলা। অর্থাৎ নিজেকে পরিপূর্ণভাবে আল্লাহর কাছে সঁপে দেওয়া। কারণ আল্লাহর কাছেই আছে সকল সাফল্যের ফায়সালা। তাঁকে মনে প্রাণে ডাকলেই তিনি খুলে দেন হাজারো সম্ভাবনাময় সাফল্যের দুয়ার…

    ■ এক নজরে বই-

    ▪নাম- জীবন পথে সফল হতে

    ▪লেখক- শাইখ ড. আব্দুল কারীম বাক্কার

    ▪অনুবাদক- আব্দুল্লাহ মজুমদার

    ▪সম্পাদক- শাহাদাৎ হুসাইন খান ফয়সাল

    ▪ধরন- আত্নশুদ্ধিও আত্মউন্নয়ন মূলক

    ▪বাইন্ডিং- পেপারব্যাক

    ▪পৃষ্ঠা- ১৫৭

    ▪মুদ্রিত মূল্য- ২৩২

    ▪প্রথম প্রকাশ- একুশে বইমেলা ২০১৯

    ▪প্রকাশনী- সমকালীন প্রকাশন

  2. M. Hasan Sifat

    কিছু বই আছে প্রচার-প্রচারনার অভাবে আড়ালে পরে যায় অথচ সেগুলোতে মণিমুক্তো জড়ানো থাকে । আমার কাছে “জীবন পথে সফল হতে” বইটা সেরকমই মনে হয় । বইটির লেখক শাইখ আব্দুল কারীম বাক্কার । ইসলামী চিন্তাধারা ও শিক্ষার ক্ষেত্রে ড. বাক্কারকে আধুনিক যুগের অন্যতম শ্রেষ্ঠ লেখক হিসেবে বিবেচনা করা হয় । বইটি অনুবাদ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে অধ্যয়নরত উদীয়মান অনুবাদক “আবদুল্লাহ মজুমদার” । অনুবাদ চমৎকার হয়েছে । প্রাঞ্জল । এত সুন্দর একটা বই!
    প্রিয় পাঠক, আপনি যদি আপনার প্রিয়জনদেরকে বিশেষ করে মাধ্যমিক স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পড়ুয়া অথবা সদ্য বিশ্ববিদ্যালয় শেষ করা কোনো ছোট ভাই-বোন, বন্ধুদেরকে বই উপহার দিতে চান তাহলে এই বইটার নাম অবশ্যই মাথায় গেঁথে নিন ।
    আপনার উপহার দেয়া একটা বই পড়ে যদি আপনার প্রিয় মানুষটা কিছু নাই শিখলো, নাই জানলো, জীবনই পাল্টাতে না পারলো তাহলে সময়টা তো নষ্ট হলোই, সঙ্গে টাকাটাও নষ্ট হলো ।

    ★বইটির বিষয়বস্তু—
    “““““““““““““““`
    এই বইটা কিভাবে প্রোডাক্টিভ মানুষ বানানো যায়, সেসমস্ত বিষয়গুলো নিয়ে লেখা । একদম গভীর থেকে সমস্যাগুলোর সমাধান তুলে আনা হয়েছে । পড়তে গিয়ে একঘেঁয়েমী লাগবে না, ইন শা আল্লাহ্ ।

    দোদুল্যমান জীবনের কঠিন সমীকরণে দিক-নির্দেশনার সাথে সুন্দর এবং সফল জীবন-গঠনের বিবিধ পরামর্শের মলাটবদ্ধ রূপ এ বইটি । অনেক কিছু পেয়েছি এই বই থেকে, নোট করে নিয়েছি কিছু কথা, লেখকের চিন্তাভাবনা । একটি বই পড়া মানে লেখকের সাথে অনেকটা যেন কথোপকথন করা । আর এই বইয়ের ক্ষেত্রে তেমনটাই হয়েছে ।

    বইটিতে লেখক ৫০টি লেখা পৃথক পৃথক শিরোনামে লিখেছেন । লেখাগুলোর মাধ্যমে তিনি জানিয়েছেন, জীবনে কীভাবে সফল হতে হয়, কীভাবে ব্যক্তিত্ব গড়ে তুলতে হয়, কীভাবে আত্নোন্নয়ন করা যায়, কীভাবে দুনিয়া ও আখিরাতে সফলতার স্বর্ণশিখরে আরোহন করা যায় । এই বইতে তিনি জীবনের বাঁকে বাঁকে লুকিয়ে থাকা সমস্যা এবং তার সমাধান নিয়ে আলাপ করেছেন খুব সুন্দর ও সাবলীলভাবে । ঠিক বাবা যেমন করে তার প্রিয় সন্তানকে পরামর্শ দিয়ে থাকেন, সেভাবে । পরামর্শগুলো পাঠকদের অন্তরে একদম গেঁথে যাবে । বইটি মূলত উচ্চমাধ্যমিক, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এবং সদ্য বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষ করা শিক্ষার্থীদের জন্য খুবই উপকারী । তবে অন্যরাও সমান উপকৃত হতে পারবে । তরুন সমাজের জন্য পরামর্শমূলক খুঁটি-নাটি অনেক কিছুই বইটিতে পাওয়া যাবে । বইটির বিষয়বস্তু খুবই হৃদয়গ্রাহী করে পাঠকের সামনে তুলে ধরা হয়েছে । জীবন পথে কীভাবে সফল হওয়া যায়, সফলতার সংজ্ঞা কী, জীবনের বিবিধ ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে কেমন পথ ও পন্থা অনুসরন করা উচিত এবং পড়ালেখা ও উপার্জনসহ বিভিন্ন বিষয়ে লেখক সুন্দর সুন্দর পরামর্শ দিয়ে বইটি সাজিয়েছেন ।

    সর্বোপরি, বইটি পাঠকদের জন্য সুখপাঠ্য এবং উপভোগ্য হবে । ভাবনার জগতে নতুন মাত্রা যোগ করবে । নতুন করে চিন্তার খোরাক জোগাবে । জীবন গঠন নিয়ে নতুন করে ভাবতে শেখাবে, ইন শা আল্লাহ্ ।


    বই— “জীবন পথে সফল হতে”
    প্রকাশনী— সমকালীন প্রকাশন ।

  3. Mahbuba Islam Disha

    “সফলতা” জীবনে কে না চায়। আমৃত্যু পর্যন্ত এই সফলতার পিছনে ছুটতে থাকে মানুষগুলো। প্রকৃতপক্ষে সফলতার ব্যাখ্যাই বা কি? সত্যিকারের সফলতা কিসে? আর আমরা ক’জন পারি সফলতার শিখরে আরোহণ করতে?

    সফলতার সংজ্ঞায় রয়েছে ভিন্নতা। একেক জনের দৃষ্টিকোণ থেকে একেক রকম। দুনিয়ার জিবনকে লক্ষ্য করে চক্রাকারে ঘুরতে থাকে সফলতার মানে। কিন্তু এই ঘূর্ণনের মাঝে থেকে আমরা ভুলেই যাই যে প্রকৃত সফলতা এটা না।
    এটা স্রেফ ক্ষণিকের দুনিয়ার মোহ। এই মোহের মাঝে আমরা ভবঘুরে মানুষগুলো বুঝতেই চাইনা প্রকৃত সফলতা কোনটা।
    আসল সফলতাতো পরকালের সফলতা।
    সত্যিকারের সফলতার কেন্দ্র থেকে বিচ্যুত হয়ে পড়া প্রকৃত সফলতার পথ দেখাতে সিরিয়ান বংশোদ্ভূত শাইখ আব্দুল কারীম বাক্কার (হাফিজাহুল্লাহ) রচনা করেছেন, ” ইলা আবনাঈ ওয়া বানাতী, খামসূনা শামায়াতান লি-ইযায়াতি দুরূবিকুম”।
    তারই বাংলা অনুবাদ “জীবন পথে সফল হতে”।

    বইটার একেকটা লেখা যেনো একেকটা মোমবাতি।
    অন্ধকার জীবনে আলোর বাহক। দিশেহারা পথিকের পথের সন্ধান। একটা মানুষের ব্যক্তি জীবনে যে যে পয়েন্ট গুলোতে তার হোঁচট খাওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক সেই সেই পয়েন্ট নিয়ে আলোচনা করা। একদম বাস্তবতার সাথে তাল মিলিয়ে লেখা। প্রতিটা অধ্যায় খুব চমৎকার ভাবে সাজানো।

    এই বইটিতে লেখক পঞ্চাশটি লেখা ভিন্ন ভিন্ন শিরোনামে লিখেছেন। খুব সহজ ও প্রজ্ঞাপূর্ণ ভাষায় লেখক দেখিয়েছেন, কিভাবে একজন ব্যাক্তির ব্যক্তিত্ববোধ গড়ে তুলতে হয়, কিভাবে আত্মোন্নয়ন করা যায়, কিভাবে আদর্শ মানুষ হওয়া যায়, কি করে নিজের, নিজের পরিবারের ও ইসলামের কল্যান সাধন করা যায়,কিভাবে দুনিয়া ও আখিরাতে সফলতা পাওয়া যায়।

    বইটি বর্তমান প্রজন্মের এর জন্য লেখা হলেও সব বয়সের মানুষদের জন্যই প্রযোজ্য, ইনশাআল্লাহ।

  4. কামরুননাহার মীম

    যেদিকেই তাকাই শুধুই হতাশা আর পরাজয়, ব্যর্থতার গ্লানি বইতে আর ভালো লাগেনা। যাপিত জীবনের প্রতিটি ধাপেই বুঝি এমন ব্যর্থতা থাকতে হয়? এদিকে সেদিকে ঘুরেও সফলতার পথ না পেয়ে হতাশার অন্ধকারে নিমজ্জিত হয়ে যাচ্ছে যুবসমাজ। সুখের দেখা তো পেলোই না বরং অসুখের মাঝে নতুন এক ভ্রান্ত জীবন শুরু হয় তাদের। কীভাবেই বা জীবনের সফলতা পাবে! যদি সফলতার ভুল সংজ্ঞায়ন আর ভুল পথের দিশা ধরেই কেও এগিয়ে যায় তবে তো হতাশায় তলিয়ে যাওয়া অস্বাভাবিক নয়। আমাদের জীবনের আনাচে-কানাচে নানা সমস্যার উদ্ভব হয়, কিন্তু সঠিক পথ-প্রদর্শনের অভাবে আমরা সমস্যার সমাধানে ব্যর্থ হই। আমাদের সেই সমস্যা, ব্যর্থতাকে সফলতায় রুপ দিতে শাইখ ড. আব্দুল কারীম বাক্কারের “জীবন পথে সফল হতে” বইটি সহায়ক হতে পারে।

    বক্ষমান বইটিতে লেখক ৫০টি ভিন্ন ভিন্ন শিরোনামে সাজিয়েছেন তার লিখাকে। প্রতিটি মানুষই তার জীবনের সফলতা অর্জনের মোহে বিভোর থাকতে চায়৷ কিন্তু সঠিক গাইডলাইনের অভাবে তা আর সম্ভব হয়ে উঠে না। বইটির “জ্ঞানই আলো” নামক অধ্যায়কে কেন্দ্র করে লেখকের লিখার সূচনা। অজ্ঞতার বেড়াজাল থেকে বেড়িয়ে জানতে শুরু করার আকুল নিবেদন জানিয়েছেন এখানে। “শেষ ভালো যার সব ভালো তার” অধ্যায়ে দুনিয়া নামক এই পরীক্ষাকেন্দ্রে ভুলের স্রোতে ভেসে না গিয়ে পরীক্ষাকে গুরুত্ব দেওয়ার মাধ্যমে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিয়েছেন। এছাড়াও মৃত্যুর স্মরণ, প্রবৃত্তির দমন করে নিজেকে পরিশুদ্ধিকরণ, মেয়েদেরকে অপ্রাপ্তির বেদনায় ডুবে না গিয়ে বরং প্রাপ্তির স্মরণ করতে বলা সহ ভিন্ন ভিন্ন শিরোনামে গুরুত্বপূর্ণ নসীহা বাতলে দিয়েছেন। প্রাচুর্যের সফলতার মোহে পাল্লা দেওয়া অন্তরের মাঝে প্রকৃত সফলতার দিশা খুঁজে পাওয়া, আত্মশুদ্ধির জন্য নিজের সমালোচনা, অন্যের উত্তম হওয়ার ভরসা না করে নিজেকে উত্তম হিসেবে গড়ে তোলা, যুবতীদের ভয়ংকর ফাঁদ থেকে দূরে সরে আসার মতো নানা উপলব্ধিমূলক কথায় সাজানো এই বই। প্রতিটি অধ্যায় নিয়ে স্বল্প পরিসরে লিখতে গেলেও তা অনেকটা বিস্তৃত হয়ে যাবে। বইয়ের মাঝের চমৎকার সেই “টুইস্ট” টুকু পাঠকের পড়ার অপেক্ষায় রেখে দিলাম!

    যাপিত জীবনের এদিকে ওদিকে শুধুই অশান্তি। অশান্তির রেশ ধরে জীবনে আসে তিক্ততা। আর সেই তিক্ততার সমাপ্তি না ঘটানো অব্দি সুখময় জীবন পাওয়া অসম্ভব। আর তাই আমাদের হাজারটা সমস্যার সমাধানে সহায়ক হতে পারে লেখকের এই বই। হতাশায় তলিয়ে গিয়ে যেন আমরা মৃত্যুকে সমাধান না ভাবি। এই বইটি তাই সবার জন্য গুরুত্বপূর্ণ কারণ জীবনের কোথাও না কোথাও গিয়ে আমরা হারিয়ে ফেলি মনোবল, সাহস। কীভাবে সেই হতাশার অবসান ঘটিয়ে পথ চলব সামনের দিকে তা জানাতে এই বই অন্যতম ভূমিকা রাখবে।

    জীবনে কার-ই বা সমস্যা নেই! যুবক থেকে বৃদ্ধ সবার জীবনেই আছে ছোট বড় নানা সমস্যা। আর তাই বইটি সবার জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু নির্দিষ্ট করে বলতে গেলে, যুবকদের জন্য এই বইটি বেশি গুরুত্বপূর্ণ। কারণ আবেগের বশে তারা হতাশাকে মেনে নিতে না পেরে বিপথে চলে যায়। তাই পাঠক হিসেবে বিশেষ উদ্দেশ্য হলো যুবসমাজ।

    কিছু বই বারবার পড়লেও এর সুখপাঠ্যতা বা রেশ কোনোটাই কমেনা। আর তেমনই একটি বই হলো “জীবন পথে সফল হতে”। এই বইটি প্রায়শই নিজের কাছে রাখি আর হতাশাগ্রস্ত হলেই তার মেডিসিন হিসেবে বইটি গিলি! বারবার পড়তে একঘেয়ে বোধ হয়না– বরং জীবনের সাথে মিলালে আবিস্কার করতে পারি নতুন কোনো সমাধান। বইটির মাঝে লুকিয়ে আছে কিছু ধ্রুব সত্য সমাধান, যা জীবনের প্রতিটি প্রান্তে কাজে লাগালে পাওয়া যাবে এক চমৎকার তৃপ্তি…!

    বই: জীবন পথে সফল হতে
    লেখক: শাইখ ড. আব্দুল কারিম বাক্কার।
    ভাষান্তর: আব্দুল্লাহ মজুমদার
    মূল্য: ২৩২৳
    প্রকাশনী: সমকালীন প্রকাশনী

Add a review

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart

Sign in

No account yet?

ধন্যবাদ, আপনার প্রি-অর্ডারটি গ্রহণ করা হয়েছে।

আপনার যে কোন প্রশ্ন অথবা অর্ডারে কোন পরিবর্তনের জন্য ০১৮৪৪২১৮৯৪৪ নাম্বারে কল করুন ।