fbpx
আই লাভ কুরআন (হার্ডকভার)
আই লাভ কুরআন (হার্ডকভার)

আই লাভ কুরআন (হার্ডকভার)

Author : মুহাম্মাদ আতীক উল্লাহ
Publisher : শুদ্ধি প্রকাশনী
Category : কুরআন বিষয়ক আলোচনা


কুরআনিয়্যাত : ১

 

300

You Save TK. 100 (25%)

আই লাভ কুরআন (হার্ডকভার)

Share This Book:

ক্যাশ অন ডেলিভারী

৭ দিনের মধ্যে রিটার্ন

ডেলিভারী চার্জ ৬০ টাকা থেকে শুরু

Author

Author

মুহাম্মাদ আতীক উল্লাহ

Reviews (3)

3 reviews for আই লাভ কুরআন (হার্ডকভার)

  1. Halim Abdullah

    রিভিউ
    .
    বই: আই লাভ কুরআন
    লেখক: মুহাম্মাদ আতিক উল্লাহ
    .
    বইটির নাম ‘আই লাভ কুরআন’ দেওয়ার মাধ্যমে লেখক যেভাবে কুরআনের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন, সেভাবে তাঁর এই বইটিও আমার মতো অসংখ্য মানুষের মনে কুরআনের প্রতি অন্যরকম অনুরাগ তৈরি করেছে। যে কুরআন আবু জাহলের মতো পাপাত্মার হৃদয়কেও নাড়িয়ে দিয়েছিলো, সেটি মুমিনকে কাঁপিয়ে দেবে, এটিই স্বাভাবিক। অধিকন্তু শায়খ আতিক উল্লাহর নিপুণ উপস্থাপনার ফলে এই বই আহলুল কুরআনদের হৃদয়ে রেখাপাত ঘটাবেই, ইনশাআল্লাহ।
    .
    ❖ বইয়ের বিষয়বস্তু:
    আল কুরআনের মহান মর্যাদা, কুরআন তাদাব্বুর (গভীরভাবে উপলব্ধি)-এর প্রয়োজনীয়তা, নেককারদের তাদাব্বুরের বিভিন্ন বর্ণনা, কুরআনের বিভিন্ন আয়াতে থাকা জীবনগঠনের সূক্ষ্ম সূক্ষ্ম উপদেশমালা, ইঙ্গিতসূচক শিক্ষাসমূহ এবং কুরআন থেকে চমৎকার জীবনদর্শন উপস্থাপন ইত্যাদি হলো ‘আই লাভ কুরআন’ বইটির বিষয়বস্তু।
    .
    ❖ পাঠ পর্যালোচনা:
    শুরুতে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ শিরোনামে ভূমিকাস্বরূপ আল কুরআনের তিলাওয়াত ও তাদাব্বুরের প্রয়োজনীয়তা এবং কুরআনের মান-মর্যাদা নিয়ে ২৪ পৃষ্ঠাব্যাপী অত্যন্ত মূল্যবান আলোচনা করা হয়েছে।
    .
    বইটির বড় একটি অংশ জুড়ে কুরআনপ্রেমীদের কুরআনের প্রতি ভালোবাসার বিভিন্ন চিত্র তুলে ধরা হয়েছে এবং জীবনের বসন্তগুলো উপভোগ্য করতে ও বিভিন্ন পরিস্থিতি মোকাবেলায় কুরআন থেকে অসংখ্য শিক্ষা দৃষ্টান্তসহ উপস্থাপন করা হয়েছে। প্রাজ্ঞ লেখক শিশুর মনে কুরআনের প্রতি গভীর ভালোবাসা তৈরি করতে ২৫ টি উপায় বর্ণনা করেছেন, যেগুলো বেশ গুরুত্বের দাবি রাখে।
    .
    ‘জীবনের প্রয়োজনে কুরআন’ শিরোনামে ৬০ পৃষ্ঠাব্যাপী আলোচনা করা হয়েছে, কুরআন থেকে নেওয়া বিভিন্ন শিক্ষা ও উপদেশমালার আলোকে। লেখকের চিন্তার গভীরতা উষ্ণ প্রশংসা পাওয়ার যোগ্য। তিনি ‘আয়াতমাখা গল্প’ সিরিজে কুরআনের বিভিন্ন আয়াত নিয়ে চমৎকার তাদাব্বুর পেশ করেছেন। অতঃপর, ‘মাদরাসাতুল আম্বিয়া’ অধ্যায়ে নবি মুসা (আ.) ও ইউসুফ (আ.)-এর জীবনের মিল-অমিল খুঁজেছেন এবং এই দুজন নবির পুরো জীবন তন্ন তন্ন করে খুঁজে জীবনগঠনের শত শত উপদেশ ও ভাবনা বের করে এনেছেন। সর্বশেষ তিনি ‘মাদরাসাতুল কুরআন’ অধ্যায়ে প্রায় দেড়শো পৃষ্ঠা জুড়ে কুরআনের বিভিন্ন তাদাব্বুর, কুরআনিক বিভিন্ন জ্ঞান-বিজ্ঞান, স্বাচ্ছন্দ্যময় জীবনের বিভিন্ন উপকরণ এবং আখিরাতে সফলতা ও আল্লাহর নিকট ক্ষমাযোগ্য হওয়ার বিভিন্ন পথ ও পদ্ধতি তুলে ধরেছেন।
    .
    ❖ অনুভূতি ও মূল্যায়ন:
    একরাশ মুগ্ধতা নিয়ে বইটি পড়েছি। পড়ার পর আল-কুরআনকে সাগরের মতো মনে হয়েছে, যেখান থেকে লেখক মণি-মুক্তা তুলে এনে আমাদের সামনে উপস্থাপন করেছেন। কিন্তু আল্লাহর ভাণ্ডার অফুরন্ত; যে কেউ এখান থেকে কিয়ামত পর্যন্ত মুক্তা আহরণ করতে পারবে। কুরআনের তাদাব্বুর কতোটা প্রয়োজনীয় আর উপভোগ্য, তা ভালোভাবেই বুঝিয়েছেন মুহতারাম লেখক। তিনি আরও শিখিয়েছেন—জীবনকে নির্ঝঞ্ঝাট রাখতে কুরআনের সাথে লেগে থাকার কোনো বিকল্প নেই; কুরআনওয়ালা ব্যক্তিদের আত্মিক প্রশান্তি থাকে অন্য সবার চেয়ে বেশি এবং কুরআনের গভীর উপলব্ধি দ্বিনি ও দুনিয়াবি সমস্যাগুলোকে সহজ করে দেয়।
    .
    ❖ ভালো-মন্দ দিকগুলো:
    • বইটি ছোট ছোট বাক্যে, কিছুটা কথ্য ভাষার ঢঙে আবেগময় গাঁথুনিতে লেখা হয়েছে, ফলে পড়তে ভালো লাগে।
    • অধিকাংশ তাদাব্বুর (কুরআনিক উপলব্ধি) মাত্র কয়েক লাইনের অথবা অর্ধ পৃষ্ঠার (অনেকটা ফেইসবুক পোস্টের মতো) এবং বৈচিত্রপূর্ণ। ফলে, পড়তে কখনো একঘেঁয়েমি কাজ করে না।
    • লেখাগুলো বিভিন্ন দৃষ্টান্তের মাধ্যমে পয়েন্ট বাই পয়েন্ট সাজানো, তাই পড়তে গিয়ে খেই হারিয়ে ফেলার ভয় থাকে না।
    • কুরআন থেকে খুব সূক্ষ্মভাবে জীবনঘনিষ্ঠ হাজারো ছোট ছোট শিক্ষা ও নসিহত তুলে আনা হয়েছে এবং কুরআনের আয়নায় মানবজীবনের প্রতিচ্ছবি চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
    • কুরআনপ্রেমীদের কাহিনিগুলো সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে, যা হৃদয়ে রেখাপাত করে, কুরআনের প্রতি ভালোবাসা বাড়িয়ে দেয় এবং কুরআনের তিলাওয়াত ও তাদাব্বুরে আগ্রহ তৈরি করে।
    .
    .
    • বইয়ের নামটি পছন্দ হয়নি। এই ধরণের কনটেন্টে আরো গাম্ভীর্যপূর্ণ নাম দেওয়ার প্রয়োজন ছিলো।
    • বানান ও বাক্যগঠনে দুর্বলতা লক্ষণীয়। কোনো বিশেষজ্ঞ দিয়ে ভাষাগত দিকটি সম্পাদনা করালে ভালো হতো।
    • বইয়ের বাঁধাই আরেকটু ভালো হতে পারতো।
    .
    .
    সার্বিকভাবে যদি বলি: বইটি প্রত্যেকের পড়া উচিত। জীবনকে কুরআনময় করার জন্য এত সুন্দর ও কার্যকর মোটিভেশান পাওয়া দুষ্কর। বিশেষত সামাজিক জীবনে দক্ষতা অর্জন এবং বিশেষ বিশেষ পরিস্থিতি মোকাবেলার জন্য কুরআনের আলোকে প্রচুর টিপস আছে বইটিতে।

  2. Shahriar Ahammed

    📚 বই নিয়ে আলোচনা 📚

    বই – আই লাভ কুরআন (কুরআনিয়্যাতঃ১)
    লেখক – মুহাম্মদ আতীক উল্লাহ

    কিছু বই পড়ে নিজেকে খুব ভাগ্যবান মনে করা যায়। আফসোসও হয়। ইশ! কেন আরও আগে পড়লাম না। তবুও মুখ থেকে খুশিতে বের হয়ে যায়, আলহামদুলিল্লাহ!

    এই বইটিও তেমনই একটি বই। এমন কোনো মুসলিম নেই যে বলবে কুরআনকে সে ঘৃণা করে। এটা মন থেকেই বলে। তবে, আমরা যাকে ঘৃণা করি না, তাকে যে ভালোবাসি এটা ঠিক না। কুরআনের ক্ষেত্রে এই সত্য আরও সঠিক। আমরা বেশিরভাগই কুরআনকে নামে ভালোবাসি, তাকে সময় দেয়ার ফুরসত নেই।

    সত্যি বলতে যে জাতি আজ নামাজ পড়ার সময় পায় না, তার কাছ থেকে কুরআন পড়ার সময় আশা করা বোকামিই বটে।

    তবে, আপনি কুরআনকে ঘৃণা করেন না এর মানে কিন্তু এই যে এখনো সম্পর্ক গড়ে তোলার সুযোগ আছে। দেরি করবেন না! যদি কুরআনকে মুসলিমরা ভালো না বাসে, তবে কি ইহুদি-খ্রিস্টান ভালোবাসবে?

    যদি আপনার নিয়মিত কুরআন পড়ার অভ্যাস না থাকে, তাহলে এই বইটি আপনার জন্য অবশ্যপাঠ্য। কুরআনকে ভালোবাসার একটা তাড়না লাভ করবেন এই বই থেকে। যে ভালোবাসা হয়তো আপনাকে নিয়ে দাঁড় করাবে জান্নাতের দরজায়।

    বইয়ের বিষয়বস্তু নিয়ে অতিরিক্ত কিছু বলার নেই। কুরআনের আয়াত দিয়েই সাজানো হয়েছে পুরো বইটি। প্রায় প্রতিটি পৃষ্ঠায় কুরআনের আয়াত দ্বারা সম্মানিত হয়েছে।

    বইয়ে মোট আটটি অংশ আছে। যথা:
    ১. হিযবী মিনাল কুরআন
    প্রতিদিন কুরআন থেকে একটি নির্দিষ্ট অংশ তিলাওয়াত করা বিষয়ক নাসীহা।

    ২. আই লাভ ইউ, সুইট হার্ট
    কুরআনের সাথে লেখকের সখ্যতার গল্প।

    ৩. কুরআনের প্রজন্ম
    শিশু-কিশোরদের কুরআনমুখী করার বাস্তবসম্মত প্রক্রিয়া। বাস্তবায়ন করা গেলে আমরা আবারও আমাদের সোনালী যুগের অন্তত কিছুটা হলেও ফিরে পাব, ইনশাআল্লাহ।

    ৪. জীবনের প্রয়োজনে কুরআন
    জীবনের বিভিন্ন দিককে ও সমস্যাকে কুরআনের দ্বারা ব্যাখ্যা করা হয়েছে।

    ৫. আয়াতমাখা গল্প
    কুরআনের আয়াত দ্বারা গল্প। শিরোনামটা খুবই সুন্দর, আয়াতমাখা গল্প!

    ৬. মাদরাসাতুল আম্বিয়া
    রাসুলগণের জীবনের সাথে কুরআনি আয়াতের সমন্বয় ঘটানো হয়েছে। কুরআন আর রাসুলদের জীবন থেকে অনুপ্রেরণা নেয়ার অধ্যায়।

    ৭. কুরআনি ভাবনা
    কুরআনের খেদমত করার প্রতি ভালোবাসা নিয়ে লেখকের ভাবনা তুলে ধরা হয়েছে।

    ৮. মাদরাসাতুল কুরআন
    মাদরাসাতুল কুরআন হলো শ্যামলীতে অবস্থিত একটি মাদ্রাসা। লেখক সেখানে শিক্ষক হিসেবে রয়েছেন(ছিলেন)। এতো সুন্দর ব্যবস্থাপনা আর কুরআনি পরিবেশ যে আমার ভর্তি হওয়ার ইচ্ছা হয়েছে। ইচ্ছা পুরোপুরি বাদ দিলাম না, আল্লাহ পরিস্থিতি তৈরি করে দিলে, ইনশাআল্লাহ।

    বইয়ে একটা ছোট্ট ত্রুটি ছিল বলে আমার মনে হয়েছে। সেটা হলো বানান ভুল। বানান ভুল বিরক্তির কারণ হতেই পারে। এ ধরণের বইয়ে কোনো প্রকার ত্রুটির তুলনা হলো চাঁদের মাঝে কালো দাগের মতো। যেহেতু এই চাঁদ থেকে কালো দাগ কমানোর সুযোগ আছে তাই অনুরোধ থাকবে কর্তৃপক্ষ যেন বিষয়টি বিবেচনা করেন। (কুরআন ছাড়া কোনো কিতাবই শতভাগ ত্রুটিমুক্ত নয়।)

    বেস্টসেলার হওয়ার মতো একটা বই। কুরআনের খেদমতে আমাদের উচিৎ বিভিন্ন ভাষায় এই বইটি অনুবাদের ব্যবস্থা করা। লেখকের জন্য দুআ রইল।

    বইটি সম্বন্ধে নিয়ে এক লাইনে মন্তব্য করতে হলে আমি বলব, অবশ্যই পড়ুন, অবশ্যই পড়ুন, অবশ্যই পড়ুন।

  3. Meher Afroz

    📘বুক রিভিউ📙

    বইঃ আই লাভ কুরআন
    লেখকঃ মুহাম্মদ আতিক উল্লাহ
    প্রকাশনঃ শুদ্ধি

    আমরা দৈনিক কম-বেশি কত বই পড়ি। বিগত দিন গুলোতে কত বিষয়ের বই পড়েছি। এতো এতো কিছু পড়লাম অথচ কুরআন পড়লাম না, তাহলে আমাদের চাইতে হতভাগা আর কে? সবকিছু নিয়ে চিন্তা করলাম কুরআন নিয়ে করলাম না, এটা তো চিন্তা শক্তির অপচয় ছাড়া কিছুই না! সবকিছুর জন্য সময় আছে কেবল কুরআনের জন্য নেই, আমরা আসলেই দূর্ভাগা। সবকিছুতে ভালো লাগা, ভালোবাসা এবং আনন্দ কাজ করে কেবল কুরআনে ক্ষেত্রে নয়। হায় আফসোস! আমরা কেউই চাই না অসুখী হতে, তবুও কুরআনকে জীবনের অংশ বানিয়ে নেই না।
    কুরআনের সাথে আমাদের গভীর বন্ধুত্ব গড়ে তুলতে লেখক মুহাম্মদ আতিক উল্লাহ রচনা করেছেন ‘আই লাভ কুরআন’ বইটি।এই বইতে পাঠক পাবেন কুরআন নিয়ে মনোমুগ্ধকর আলোচনা। পাঠককে নিয়ে যাবে কুরআনের আরও গভীরে। সৃষ্টি করবে কুরআনের প্রতি ভালোবাসা। শোনাবে, কুরআন-প্রেমীদের হৃদয়গ্রাহী কাহিনী। পাঠককে কুরআন পড়ার আগ্রহ কয়েকগুণ বাড়িয়ে দেবে।দেখাবে কুরআনীয় মুজেযা। শেখাবে কুরআন দিয়ে কীভাবে জগতটাকে পরখ করে দেখতে হয়। ৪০০ পৃষ্ঠার এই বইটিতে কুরআন নিয়ে এমন সব আলোচনা এসেছে, যা কুরআনের সাথে আমাদের দূরত্ব ঘুচিয়ে আনবে ইনশাআল্লাহ্‌।

    বইটা যে কারণে পড়বেনঃ—
    ⇨ কুরআন পড়তে পারেন না— শিখতে ব্যাকুল হবেন!
    ⇨কুরআন পড়তে পারেন—তেলাওয়াতে জুড়ে থাকার প্রেরণা পাবেন!
    ⇨কুরআন তেলাওয়াতে জুড়ে আছেন— তাদাব্বুরে আগ্রহী হবেন!
    ⇨কুরআন নিয়ে তাদাব্বুরও করেন— সালাতে দাঁড়িয়ে কেঁদে সারা হবেন!
    ⇨কথাবার্তা, চলাফেরা, উঠাবসা কুরআনময় করতে হৃদয় বেচাইন হয়ে পড়বে।
    ⇨তাহফীজুল কুরআন বিভাগের ভাইদের স্পৃহা শতগুণে বাড়িয়ে দেবে। কুরআন বোঝার মজা উপলব্ধি করে দ্রুত অগ্রসর হবে।
    ⇨আরবি জানা ভাইরা কুরআন বুঝতে পাগলপারা হবে।
    ⇨মন-মননে অন্যরকম জোশ বয়ে যাবে—ঘুম দূরীভূত হবে।
    ⇨দীর্ঘ সময় কুরআন নিয়ে সুখে কাটবে— কুরআনি জীবন গড়ার আশা জাগাবে ইনশাআল্লাহ!

    বই থেকে কিছু অংশঃ—
    ‘আমার হৃদয়ে কুরআন কারীমকে স্থান দেবো বলে যখন ঠিক করে রেখেছি তখন আমার জেনে রাখা উচিত,
    -আমার কলব থেকে আল্লাহ ছাড়া বাকি সবকিছু তাড়াতে হবে। ঝেড়ে ফেলতে হবে। এমনকি নিজেকে, আমার নিজের সত্ত্বাকেও দূর করে দিতে হবে। সেখানে থাকবে শুধু কোরআন শুধুই আল্লাহতালা।’
    পৃষ্ঠা নং—৩৫

    ‘জীবনের অন্যতম আনন্দ কী?
    –কুরআন কারীমের দিকে তাকিয়ে থাকা।’
    পৃষ্ঠা নং—৩৬

    ‘ যে ব্যক্তি কুরআন তিলাওয়াত করে, সে উতরুজ্জা [সুগন্ধিযুক্ত লেবুজাতীয়] ফলের মতো।’
    পৃষ্ঠা নং— ৩৭

    ‘কুরআনহীন পৃথিবী হলো ডানাহীন পাখির মতো।ভঙ্গুর।নৈরাজ্যপূর্ণ।বিশৃঙ্খল।রহমতবিচ্ছিন্ন।’
    পৃষ্ঠা নং—৪৪

    ‘ জীবন শুরু হোক কুরআন দিয়ে। শেষও হোক কুরআন দিয়ে। কুরআনে আছে ইলম।আলো। হিদায়াত।’
    পৃষ্ঠা নং—৪৫

    পাঠ্যানুভূতিঃ—
    বইটি যখন পড়ছিলাম তখন অন্তরের ভেতর অনুভব করছিলাম ভিন্ন রকম প্রশান্তির অনুভূতি। ছোট ছোট প্যারাগুলো যতটা না ছোট তার চাইতে ব্যাপক অর্থবহ বলে মনে হয়েছে।আমি আমার কাছাকাছি বইটা রাখি।ত্বলিবুল ইলম হিসেবে অনেক সময় সয়তানের অসওসায় কুরআনের প্রতি অনিহা কাজ করত।তখন ঝটপট এই বইটা খুলে বসতাম।দুইতিন প্যারা পড়াই যথেষ্ট ছিলো।আবার ব্যাকুল মনে কুরআন নিয়ে বসতাম আর আত্মাকে প্রশান্ত করতাম।এখনও এ ধারা কার্যকর আছে।আলহামদুলিল্লাহ। তাই, আমি মনে কী প্রতিটি ত্বলিবুল ইলমের হাতের কাছে এ বইটি থাকা আবশ্যক।
    অধ্যাবসায়ের সাথে কুরআন পাঠক, হেফস এবং কুরআনের সাথে লেগে থাকার জন্য এমন মোটিভেশনাল বইগুলো আসলেই অাবশ্যক।

    রিভিউদাতাঃ Meher Afroz

Add a review

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart

Sign in

No account yet?

ধন্যবাদ, আপনার প্রি-অর্ডারটি গ্রহণ করা হয়েছে।

আপনার যে কোন প্রশ্ন অথবা অর্ডারে কোন পরিবর্তনের জন্য ০১৮৪৪২১৮৯৪৪ নাম্বারে কল করুন ।