fbpx
গল্পগুলো অন্যরকম (পেপারব্যাক)
গল্পগুলো অন্যরকম (পেপারব্যাক)

গল্পগুলো অন্যরকম (পেপারব্যাক)

Author : আরিফ আজাদ
Publisher : সমকালীন প্রকাশন
Category : ইসলামি গল্প

259

You Save TK. 91 (26%)

গল্পগুলো অন্যরকম (পেপারব্যাক)

Share This Book:

ক্যাশ অন ডেলিভারী

৭ দিনের মধ্যে রিটার্ন

ডেলিভারী চার্জ ৬০ টাকা থেকে শুরু

Author

Author

আরিফ আজাদ

Reviews (3)

3 reviews for গল্পগুলো অন্যরকম (পেপারব্যাক)

  1. মুহাম্মদ রুবেল মিয়া

    নাম : গল্পগুলো অন্যরকম
    লেখক : আঠারোজন লেখক এবং লেখিকা।
    প্রকাশনায় : সমকালীন প্রকাশন
    পৃষ্ঠা সংখ্যা : ২১৬
    মুদ্রিত মূল্য : ৩১৫ টাকা
    কভার : পেপারব্যাক

    প্রাক-কথন :
    গল্প শুধু সময় কাটানোর বা আনন্দ উপভোগেরই মাধ্যম নয়। বরং গল্প দ্বারা সমাজ বিনির্মান করা যায়, সভ্যতা ও সংস্কৃতি গড়ে তোলা যায়, গল্প জনমত গঠন করে, সমাজের মানুষের চাল-চরিত্র, আদব-আখলাকের পরিচয় তোলে ধরে। তেমনি গল্প মানুষকে আল্লাহর সাথে জুড়ে দিতেও সাহায্য করে। এমন কিছু গল্প আছে, যা তাঁর পাঠকের চোখের পানি বের হবার কারণ হয়, তাঁর পাঠককে তাহাজ্জুদে জাগিয়ে তোলবার কারণ হয় এবং ঘন্টার পর ঘন্টা কুরআন, হাদিস ও সিরাত অধ্যয়নে ব্যস্ত থাকার কারণ হয়।
    এখন হয়তো বলবেন এমন গল্প কোথায় পাবো?
    আমি বলবো- ভাই, আছেতো। “গল্পগুলো অন্যরকম” বইটি হাতে নিন। পড়েই দেখুন।

    বই – আলোচনা :
    “গল্পগুলো অন্যরকম” বইটি একটি গল্পের বই। এতে আছে নয়জন লেখক এবং নয়জন লেখিকার প্রায় পঁয়ত্রিশটি গল্প। গল্পগুলো যেমন উচ্চ সাহিত্যমান নিয়ে রচিত তেমনি গল্পগুলোর মূলভাব পাঠকের হৃদয়কে স্পর্শ করে। গল্পগুলো পাঠককে ভাবতে শিখাবে, সত্যকে চিনতে শিখাবে এবং ভুলে যাওয়া মহান রবের ভালোবাসা মনে পয়দা করে দিবে। বইটির কিছু গল্প যেমন পাঠকের আনন্দের খোরাক হবে তেমনি কিছু গল্প পাঠকের কান্নায় ভেঙে পড়ার কারণ হবে। আবার তেমনি কিছু গল্প পাঠককে তাহাজ্জুদে জাগিয়ে তুলবে, আরো কিছু গল্প তাঁর পাঠককে মা-বাবার সঠিক প্রাপ্য চিনিয়ে দিয়ে তা পাঠকের দ্বারা আদায় করিয়ে দিবে।

    গল্প পিয়াসীদের জন্য “গল্পগুলো অন্যরকম” বইটি হতে পারে মনের খোরাক। আর ইসলাম সম্পর্কে আগ্রহী ব্যক্তির জন্য হতে পারে আত্মার খোরাক ইনশাআল্লাহ!

    পাঠ প্রতিক্রিয়া :
    গল্প বরাবরই আমার অনেক প্রিয় একটি বিষয়। বছরের প্রথমদিন যখন নতুন পাঠ্যবই হাতে পেতাম, দেখা যেতো সেদিনই বইয়ের অর্ধেক গল্প আমার পড়া শেষ হয়ে গেছে। মাঝেমধ্যে স্কুল থেকে পালিয়ে লাইব্রেরিতে গিয়ে গল্পের বই পড়তাম। গল্পের প্রতি এতই ঝোঁক ছিলো! তখন অবশ্য ইসলাম সম্পর্কে বা ইসলামি গল্প সম্পর্কে জানাশোনা ছিলো না। যখন ইসলাম সম্পর্কে জানলাম, তখন ইসলামই হয়ে উঠে আমার প্রধান অধ্যয়নের বিষয়। আর যখন ইসলামি গল্প সম্পর্কে জানলাম, তখনতো ইসলামি গল্প আমার আত্মায় জায়গা করে নিয়েছে। “গল্পগুলো অন্যরকম” বইটি বের হওয়ার কিছুদিন পরই সংগ্রহ করি। শত ব্যস্ততার মাঝেও পড়ে শেষ করে ফেলি দুই কি তিনদিনেই। বইয়ের গল্পগুলো আমার এতোটাই ভালো লেগেছে যে, তা লিখে প্রকাশ করা আমার দ্বারা সম্ভব নয়। “চেরিফুল” বা “এক বৃষ্টিভেজা সন্ধ্যায়” গল্পগুলো তো আমার হৃদয়ে স্থান করে নিয়েছে। অন্যগল্পগুলোর স্থানও অনেক উপরে। প্রতিটা গল্পই সাহিত্যের রূপ,রসে পরিপূর্ণ। তেমনি পরিপূর্ণ আল্লাহর প্রতি ভালোবাসা, গোনাহ থেকে বেঁচে ফেরার আশা ও বাবা-মায়ের স্নেহ, সোহাগের পরিপূর্ণ মূল্যায়নের কথকথায়। গল্পগুলো আমার মনকে উৎফুল্ল করেছে। আশা করি অন্যান্য পাঠকদেরও আত্মার বন্ধনে পরিণত হবে ইনশাআল্লাহ।

    বই সম্পর্কে :
    বইয়ের প্রচ্ছদ, বাঁধাই, পৃষ্ঠার মান, সাজসজ্জা সবই চমকপ্রদ। পৃষ্ঠা সংখ্যা মোতাবেক মূল্যও ঠিকই আছে। বানান ভুল, টাইপিং মিস্টেক নেই বললেই চলে। আর বইয়ের ভিতরকার গল্পগুলোর কথাতো আগেই বললাম!
    তো পাঠক ভাই! আর দেরি কেনো?

  2. Muhammad Tamimul Ihsan

    ||বুক রিভিউ||

    ▪︎ পৃথিবীতে সবার গল্পগুলো একরকম হয়ে ওঠে না। যার যার জীবনের জীবনের গল্প তার তার মতো হয়ে থাকে।তবে কারোরটা দ্বীনের ব্যাপারে, আবার কারোটা ক্যারিয়ারের ব্যাপারে,নিজের লাইফস্টাইলের ব্যাপারে,আবার কারোরটা নিজেকে আল্লাহর কাছে সোপর্দ করার। জীবনের এই রঙ্গমঞ্চে এই সব মানুষদের গল্পগুলো কেমন, তারা কি করে বেঁচে থাকে তাদের জীবনের তালে তালে..?? এইসব প্রশ্ন সামনে নিয়েই গল্প রচিত “গল্পগুলো অন্যরকম” বইটি। মোটকথা জীবনের বাঁকে বাঁকে, মোড়ে মোড়ে জন্ম নেয়া হৃদয়ের আকুতি-মিনতি,প্রেম-ভালোবাসা, সুখ আর দুঃখের গল্পগুলো নিয়েই সাজানো বইটি।

    ▪︎ বইটিতে বিভিন্ন জায়গা থেকে গল্প এনে সন্নিবেশিত করা হয়েছে। কোনো কোনোটা লেখকের নিজের গল্প,কোনোটা বিদেশি গল্প থেকে অনুদিত গল্প আবার কোনোটা বিদেশি গল্পের অনুকরণে লেখা।এভাবেই লেখক-লেখিকারা মিলে তাদের প্রচেষ্টায় রচনা করেছেন বইটি।

    ▪︎ বইটিতে মোট গল্প ৩৫ টি। যেখানে লেখিকারা লিখেছেন তাদের রচিত ১৮ টি গল্প আর লেখকরা লিখেছেন তাদের ১৭ টি গল্প। লেখকদের মধ্যে আছেন আমাদের সবার প্রিয় আরিফ আজাদ ভাই,আরিফুল ইসলাম ভাই সহ আরো অনেকে। যাদের লেখা মুগ্ধতা ছড়ায় বইয়ের প্রতিটি পাতায় পাতায়।

    ▪︎ বইটি মূলত মানুষের জীবনের বাঁকে বাঁকে ঘটে যাওয়া গল্পগুলো দিয়ে সাজানো। যেখানে তুলে ধরা হয়েছে মানুষের জীবনের রঙ্গিন ক্যানভাসের দৃশ্যগুলো। যেই ক্যানভাসে রঙ্গ তুলির আঁচড়ে তৈরী হয় জীবনের বহুমাত্রিক গল্প। বইটির মধ্যে কিছু গল্পে মিশে আছে দুঃখের উপাখ্যান আবার কিছু গল্পে মিশে আছে সুখের সারকথা।

    ▪︎ বইটিতে যারা লিখেছেন তারা সবাই-ই নতুন লেখক। যাদের মধ্যে আছে বেশ কিছু পরিচিত মুখ। তারা তাদের গল্পে লিখেছেন দুঃখ-ব্যথার কথা আবার লিখেছেন সীমাহীন সুখের কথা। এছড়াও বইটির গল্পগুলোর মধ্যে তুলে আনা হয়েছে সমাজের অনিয়ম,অসুন্দর এবং অনাচারের কথা।যা পাঠককে রীতিমতো সচেতন করে তুলবে।

    ▪︎ বইটি কারা পড়বেন এবং কেন পড়বেন…?? যাদের জীবনটা অনেক বেশি আত্মার অসুস্থতায় আক্রান্ত তারা বইটি পড়ে দেখতে পারেন।যাদের জীবন মানুষকে রীতিমতো বিরক্ত করে তুলে থাকে তারা বইটি পড়ে উপকৃত হতে পারেন।বইটি একারণেই পড়বেন যেন বইটি থেকে উপকৃত হয়ে আত্মার অসুস্থতা থেকে আপনি মুক্তি পেতে পারেন। চারপাশের মানুষগুলোকে কাছে টানার শিক্ষা পেতে পারেন।সমাজের অনিয়ম,অনাচার, অসুন্দরে ব্যাপারে সতর্ক হতে পারেন।

    ▪︎ ব্যক্তিগত অনুভূতি : বইটির প্রথম লেখায়ই ছিল আরিফ আজাদ ভাইয়ের।তার লিখিত ‘বোধ’ গল্পটি পড়ে চোখ দিয়ে পানি পড়েছে। মনে হয়েছে দুনিয়াতে যদি কেউ আমার বেশি হক্ব পাওয়ার অধিকার হয়ে থাকে তবে সেটা হচ্ছে মা।মা কে নিয়ে লিখিত প্রথম গল্পটিতেই চোখ দিয়ে পানি পড়েছে।এরপর দ্বিতীয় বিয়ে,সত্যিকারের মনস্টার,জীবনসায়াহ্নে, তোমায় ভালোবাসি, এক বৃষ্টিভেজা সন্ধ্যায়,উমরাহর মতো গল্পগুলো চোখে পানি এনে দিয়েছে। বইটি পড়ার পর শুদ্ধ মানব হয়ে ওঠার ব্যাপারে প্রচুর আগ্রহ জন্মেছে। ইচ্ছা জেগেছে মানুষকে মানুষ ভাবার,অভাবীর পাশে দাঁড়ানো।এভাবেই শুদ্ধ মানুষ হয়ে উঠার প্রচেষ্টায় বইটি অনেক ভূমিকা পালন করেছে এবং করে যাচ্ছে।

    ▪︎ দিনশেষে একটাই বইটি সবার পড়া উচিৎ। পড়লেই বুঝা যাবে কতটা অমূল্য রতন লুকিয়ে আছে বইটিতে।

    ▪︎ ব্যক্তিগত রেটিং : ৪.৫/৫

    মাআসসালাম……….!!

  3. Shahriar Ahammed

    📚 বই নিয়ে আলোচনা 📚

    বই – গল্পগুলো অন্যরকম
    লেখক/লেখিকা – সমকালীন টিম
    জনরা – গল্পগ্রন্থ

    মোট আঠারো জন তরুণ লেখক-লেখিকার ৩৫ টি গল্প নিয়ে সাজানো বইটি বইটি। সব গল্প নিয়ে আলাদাভাবে কথা বলতে গেলে কয়েক পর্বে রিভিউ লিখতে হবে। যা আমার একদমই পছন্দ না এবং অনেক পাঠকও আমার সাথে একমত হবেন।

    আরিফ আজাদ এদের মাঝে সব থেকে অভিজ্ঞ লেখক। তার লেখা নিয়ে নতুন করে কিছু বলার নেই। সিহিন্তা শরীফা’র একটা গল্প, ওটুকুই পাঠকের মন জয় করার জন্য যথেষ্ট, মা-শা-আল্লাহ।

    ছাপার অক্ষরে আরিফুল ইসলাম ও শিহাব আহমেদ তুহিন ভাইয়ের লেখা প্রথম পড়ার সুযোগ হলো। দুজনই বেশ ভাল লেখেন।

    নুসরাত জাহান নামের এক লেখিকার ‘মা’ নামে একটা গল্প আছে। কারও হাতের কাছে কখনো বইটা আসলে অন্তত এই ছোট গল্পটা পড়ার অনুরোধ রইল।

    এছাড়া মুরসালিন নিলয়, শেখ আসিফ, আরিফ আবদাল চৌধুরী ও আনিকা তুবাও বেশ ভালো লিখেছেন।

    ব্যক্তিগতভাবে আমি মনে করি, আফিফা আবেদীন সাওদা’র গল্পগুলো এই বইয়ে সবচেয়ে ভালো ছিল। ওনার গল্পগুলো একটু ভিন্নধর্মী। মাঝে মাঝে কিছু গল্পে অনেক পুরনো কথাই বারবার চলে আসে। এটা স্বাভাবিক, কিন্তু পুরনো কথাগুলোই অমৃত মনে হয় যখন লেখক তা ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করতে পারেন এবং এই লেখিকা তা বেশ দক্ষতার সঙ্গেই পেরেছেন। এ জন্য তার প্রতি কৃতজ্ঞতা।

    বইটি আপনার মাঝে নতুন করে বোধ জাগাবে। ফিরিয়ে নিয়ে যেতে চাইবে আপনাকে আপনার নীড়ে। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে আসল ঠিকানা। বইটি সম্পূর্ণ পড়ার পরও যদি আপনার মাঝে ইতিবাচক কোনো পরিবর্তন না আসে। তবে, আমি বলবো আপনি ডাক্তার দেখান।

    বইয়ের মাঝে তেমন কোন দোষ-ত্রুটি আমি খুঁজে পাইনি। তবে, সম্পাদক সাহেবের কাছে একটি পরামর্শ থাকবে যে গল্পের শেষে যদি লেখকদের সম্পর্কে ছোট করে কিছু লেখা থাকত তা লেখকদের জন্য বেশ অনুপ্রেরণাদায়ক হতো।

Add a review

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart

Sign in

No account yet?

ধন্যবাদ, আপনার প্রি-অর্ডারটি গ্রহণ করা হয়েছে।

আপনার যে কোন প্রশ্ন অথবা অর্ডারে কোন পরিবর্তনের জন্য ০১৮৪৪২১৮৯৪৪ নাম্বারে কল করুন ।