fbpx
ফজর আর করব না কাজা (হার্ডকভার)
ফজর আর করব না কাজা (হার্ডকভার)

ফজর আর করব না কাজা (হার্ডকভার)

192

You Save TK. 128 (40%)

ফজর আর করব না কাজা (হার্ডকভার)

Share This Book:

ক্যাশ অন ডেলিভারী

৭ দিনের মধ্যে রিটার্ন

ডেলিভারী চার্জ ৬০ টাকা থেকে শুরু

Author

Author

আবু মুসআব ওসমান

ড. রাগিব সারজানি

Reviews (2)

2 reviews for ফজর আর করব না কাজা (হার্ডকভার)

  1. M. Hasan Sifat

    “ফজরের সালাতের জন্য নির্ধারিত সময়ে জেগে ওঠা আমার পক্ষে অসম্ভব”– এই দাবীটা সম্পূর্নই একটি অসাড় দাবী । এ দাবীরই খন্ডায়ন করেছেন, ডক্টর রাগিব সারজানি তাঁর “ফজর আর করব না কাযা” বইয়ে । মিশরের মানুষ তিনি । একজন ‘আলিম, বিদগ্ধ ইতিহাসবিদ’ । অসাধারণ কিছু কথামালা দিয়ে তিনি সাজিয়েছেন এই বইটি ।
    -।
    বইয়ের শুরু থেকেই বেশ গুরুত্বপূর্ন এবং হৃদয়গ্রাহী আলোচনা করা হয়েছে । ফলে পাঠকদের কাছে বইটি পড়ার আগ্রহ দ্বিগুন বেড়ে যাবে । অনেকগুলো প্রশ্নের উত্তর মিলবে এ আলোচনাগুলোতে । যুক্তির নিরিখে, দরদের ভাষায় বিভিন্ন দৃশ্যপটের সন্নিবেশ ঘটিয়েছেন লেখক । ফজরের সালাত যে একটি ঈমানী পরীক্ষা, সেটার আদ্যোপান্ত বুঝিয়ে দিয়েছেন । খন্ডায়ন করেছেন, অসাড় দাবী সমূহের । জীবনঘনিষ্ঠ সব আলোচনার মেলা বসিয়েছেন বইয়ের পাতায় পাতায় । কুরআন ও হাদিসের আলোকে, সালাফ ও পূর্বসূরীদের দৃষ্টিতে ফজরের নামাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে ।

    লেখক বইয়ে ফজরের নামাজের অনন্য ও ব্যতিক্রমী বৈশিষ্ট্যসমূহ হতে দশটি বৈশিষ্ট্য তুলে ধরেছেন । সেগুলোর বিস্তারিত আলোচনা আপনাকে কেবল মুগ্ধই করবে না বরং নিজের ভিতর এক অদ্ভুত পরিবর্তনের বাতাস বইয়ে দেবে । এরপর তিনি পাঠকদের বাস্তব জীবনে ফজরের প্রতি পূর্ন যত্নশীল হওয়ার ১০টি উপায় ও মাধ্যম সম্পর্কে আলোচনা করেছেন । তাছাড়া বইয়ে স্থান পেয়েছে, আমাদের গৌরবময় ইতিহাসের আলোচনা । আমাদের অতীত এবং ভবিষ্যৎ এর ঘটনাগুলো কিভাবে ফজরের সময়ের সাথে ওতোপ্রতোভাবে জড়িয়ে আছে, সে বিষয়ও উঠে এসেছে । বইয়ের একদম শেষে আছে, পরিশিষ্ট ১ এবং ২ । এখানে উল্লেখ করা হয়েছে, প্রত্যেক ফরজ নামাজের পর উপযুক্ত কিছু নববী দোয়া-ওযিফা । বিশেষভাবে ফজরের নামাযের পরের দোয়াগুলো । দোয়াগুলোর আরবী টেক্সটসহ বাংলা অর্থ এবং রেফারেন্স উল্লেখ করা হয়েছে ।

    ❖ কেন পড়বেন বইটি ?
     ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄
    যদি বলেন, কেন পড়বো বইটি ? তাহলে বলবো, “কেন পড়বেন না সে ব্যাপারে আগে আমাকে কৈফিয়ত দিন” । আপনি যদি ফজরের সালাতের ব্যাপারে শিথিলতা প্রদর্শন করে থাকেন কিংবা উদাসীন হন তাহলে বলবো- ভাই, বইটা হাতে নিন । পড়ে ফেলুন, দেখবেন কি নিয়ামত থেকে আপনি নিজেকে বঞ্চিত করছেন প্রতিদিন । ব্যর্থতা কিভাবে আপনার জীবনকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রাখছে প্রতিনিয়ত । আপনার জন্য করজোরে মিনতি রইলো মহান রবের নিকট, একবার হলেও যেনো মহান রব আপনাকে এই বইটি পড়ার সৌভাগ্য দান করেন । শুধুমাত্র ফজর সালাত নিয়ে আর কোন স্বতন্ত্র বই আছে কিনা বলতে পারবো না । তবে, এ বইটি যে আপনার চাহিদার পূরনে সক্ষম হবে, সেটার নিশ্চয়তা দিতে পারি ।

    ❖ ভাল লাগা ও খারাপ লাগা–
     ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄
    খুব কম জায়গায় বানান ভুল পেয়েছি । পৃষ্ঠা মান, সাজ-সজ্জা, প্রচ্ছদের ডিজাইন অবশ্যই প্রশংসনীয় । বিশেষ করে বাঁধাইয়ের জন্য প্রকাশনী অবশ্যই প্রশংসার দাবি রাখে । বইটা হাতে নিয়ে দেখতেই ভালো লাগে । বইয়ের অর্পন পত্রটি চমৎকার হয়েছে । লিখেছেন, অনুবাদক নিজেই । এত সুন্দর আইডিয়া অনুবাদকের মাথায় কিভাবে এলো সেটাই ভাবি!

    খুব বেশি অভিযোগ করার মত কিছু নেই । যেহেতু এটি একটি অনূদিত বই । তাই বইয়ের মূল নামটা উল্লেখ করা জরুরি ছিল । অথচ বইয়ের কোথাও মূল বইটির নাম খুঁজে পেলাম না ।

    পরিশেষে,
    প্রিয় পাঠক, যাদের ফজরের সালাত মিস্ যাচ্ছে, তারা বইটি পড়ে দেখতে পারেন । আশা করি ঠকবেন না । বইটি পড়াশেষে আপনি আবিষ্কার করবেন একটি সুহাসিনী প্রভাতের ও একটি নতুন সূর্যোদয়ের !


    বই— “ফজর আর করব না কাযা”
    প্রকাশনী— মাকতাবাতুল হাসান ।

  2. সিরাজাম বিনতে কামাল

    📚প্রারম্ভিকা:
    ——————

    আমরা স্বপ্ন দেখি একটি সুন্দর পৃথিবীর। একটি সুহাসিনী প্রভাতের ও নতুন সূর্যোদয়ের। অত্যাচারীর পতনের ও অন্যায়-অবিচারের মূলোৎপাটনের। পূর্ব-পশ্চিমে, উত্তর-দক্ষিণে নুসরত ও বিজয়ের, ইসলামের প্রতিষ্ঠা ও কর্তৃত্বের!

    সুন্দর পৃথিবীর জন্য প্রয়োজন পরিবর্তনের। পরিবর্তন চিন্তা ও চিন্তাধারার, কর্ম ও বিশ্বাসের। প্রত্যাশিত পরিবর্তনে প্র‍য়োজন একটি ‘ফজর-প্রজন্ম’ ও ‘প্রভাতি কাফেলার’!

    ফজর স্রষ্টা নির্ধারিত পরিবর্তন ক্ষণ। প্রভাত কাফেলাই রচনা করেছে প্রতিটি বদলে দেওয়ার দাস্তান। প্রভাত ও ফজর প্রজন্মতেই জড়িয়ে আছে আগামী পৃথিবীর চূড়ান্ত আয়োজন।

    ফরজ নামাজ মুমিনের জীবনে এক ঈমানি পরীক্ষা। প্রভাতকাল ও ফজর নামাজেই আগামীর বিজয়ের বার্তা লেখা। ফজর নামাজে শিথিলতা করে বিজয়ের স্বপ্ন দেখা এক দিবাস্বপ্ন! ধূসর মরীচিকা!

    📚বই অভ্যন্তরে:
    ————————

    বইয়ের সূচিপত্রের দিকে তাকালেই আমরা বুঝতে পারবো বইটিতে কী নিয়ে আলোচনা করা হয়েছে। বইটি ‘ফজর’ নামাজের গুরুত্ব, মহাত্ম্য, ফজরের ফজীলত, ফজরের বৈশিষ্ট্য নিয়ে বিশদ আলোচনা করা হয়েছে।

    👉ফজরের রয়েছে দশটি অনন্য বৈশিষ্ট্য:

    ১/ ব্যতিক্রমী ও কল্পনাতীত ফজিলত!
    ২/ ফজরের নামাজ কাজা হওয়া মানে শুধুই সাওয়াব খোয়ানো নয়!
    ৩/ সমগ্র দুনিয়া ও দুনিয়ার সবকিছুর চেয়েও মূল্যবান দু-রাকাত সুন্নাত নামাজ!
    ৪/ অনুপম স্বাতন্ত্র্য! বিশেষ দোয়া!
    ৫/ স্মরণীয় ও সবিশেষ সময়!
    ৬/ স্বয়ং আল্লাহর নিরাপত্তা তত্ত্বাবধান!
    ৭/ ঈমান ও ইলম চর্চার এক সেমিনার!
    ৮/ দৈনিক আধ্যাত্মিক প্রশিক্ষণ কোর্স!
    ৯/ অর্ধেক জীবনের গুনাহ মোচক!
    ১০/ প্রতিটি পদক্ষেপে আসমানি বরকত!

    এছাড়াও রয়েছে ফজরের নামাজে সহজে জামাতে আদায়ের জন্য সুনির্ধারিত দশটি টিপস। রয়েছে সালাফ ও পূর্বসূরিদের দৃষ্টিতে ফজরের নামাজের গুরুত্ব।

    বইটিতে রয়েছে জাতিগঠনে ফজরের নামাজের ভূমিকা। এবং ফজরের নামাজের পর পাঠ উপযুক্ত দোয়া ও জিকিরসমূহ।

    📚বইটি কেনো পড়বেন:
    ———————————-

    বইটি কেনো পড়বো তা বইয়ের সূচিপত্রের দিকে লক্ষ্য করলেই বুঝা যায়। ফজর নামাজের গুরুত্ব মুমিনের জীবনে কত মূল্যবান তা সহজেই অনুমেয়যোগ্য। কিন্তু আমাদের প্রায় প্রত্যেকের মধ্যেই ফজর নামাজ যথাসময়ে আদায় করা নিয়ে শিথিলতা, আলসেমি কাজ করে। আর এতে সাহায্য করে আমাদের চির শত্রু শয়তান।

    শয়তানকে পরাজিত করে নিজে বিজিত হওয়ার জন্য এই বই সহায়ক হিসেবে কাজ করবে ইন শা আল্লাহ!
    আমরা অনুপ্রেরণা পাবো, আলসেমি কাটিয়ে উঠার মাধ্যম জানতে পারবো, জানতে পারবো ফজরের নামাজ যথাসময়ে আদায়ের জন্য পুরস্কার আর না আদায় করার শাস্তির কথা।

    নামাজের পর পঠিতব্য দোয়া ও জিকিরসমূহের সন্ধানও পেয়ে যাবো ইন শা আল্লাহ!

    📚বইটি কারা পড়বেন:
    ———————————

    ছেলেমেয়ে নির্বিশেষে সকলের, সকল বয়সের মুসলিমের জন্য এই বইটি। ফজরকে জানতে, ফজর নামাজের প্রকৃত বৈশিষ্ট্য উপলব্ধি করতে আমাদের সবার জন্য এক অনন্য উপহার- ফজর আর করব না কাযা।

    📚বই সম্পর্কে:
    ———————-

    মিশর কায়রো বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের অধ্যাপক, আরববিশ্ব যাকে চেনে ইতিহাস গবেষক, ইসলামি চিন্তাবিদ ও লেকিচারার হিসেবে তিনি ড. রাগিব সারজানি।

    ইসলামি ইতিহাস ও গবেষণানির্ভর বিভিন্ন বিষয় তার বুদ্ধিবৃত্তিক পদচারণার মূল অঙ্গন।

    তার লেখা গ্রন্থ ‘কাইফা তুহাফিজু আলা ছালাতিল ফাজর’। এই গ্রন্থের বাংলা অনুবাদ করেন ‘আবু মুসআব ওসমান’। শিরোনাম দেন ‘ফজর আর করব না কাজা’।

    📚পরিশেষে:
    ——————-

    সেই প্রভাতি কাফেলাকে
    ফজর-জামাতে যারা পাবে ঈসা মাসিহের সাক্ষাৎ
    ঊষার দুয়ারে আঘাত হেনে নিশ্চিত করবে রাঙা প্রভাত।

    হয়তো আমি তাদের দেখা পাব
    হয়তো আমি তাদের-ই একজন পাব
    হয়তো তাদের প্রতীক্ষায়-ই এসে যাবে আগামীর ডাক।

    —– আবু মুসআব ওসমান

Add a review

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart

Sign in

No account yet?

ধন্যবাদ, আপনার প্রি-অর্ডারটি গ্রহণ করা হয়েছে।

আপনার যে কোন প্রশ্ন অথবা অর্ডারে কোন পরিবর্তনের জন্য ০১৮৪৪২১৮৯৪৪ নাম্বারে কল করুন ।