fbpx
ছোটদের প্রিয় রাসূল সা.
ছোটদের প্রিয় রাসূল সা.

ছোটদের প্রিয় রাসূল সা.

লেখক : তানভীর হাসান
প্রকাশনী : সমর্পণ প্রকাশন
বিষয় : সীরাতে রাসূল (সা.), শিশু কিশোরদের বই
পৃষ্ঠা : 144, কভার : পেপার ব্যাক
ভাষা : বাংলা

পৃষ্ঠার ধরন : ৪ কালার

695

You Save TK. 155 (18%)

ছোটদের প্রিয় রাসূল সা.

Share This Book:

ক্যাশ অন ডেলিভারী

৭ দিনের মধ্যে রিটার্ন

ডেলিভারী চার্জ ৬০ টাকা থেকে শুরু

Description

শিশুরা বড় হবে। কিন্তু কার মতো? কার আদর্শে?

আমরা শিশুকে প্রশ্ন করি, “তুমি বড় হয়ে কী হতে চাও?” কিন্তু কখনো কি প্রশ্ন করেছি, “তুমি বড় হয়ে কার মতো হতে চাও?”

মানব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ আমাদের প্রিয় নবি সা.। নবিজি শিশুদের ভালোবাসতেন। শিশুরাও তাকে প্রাণভরে ভালোবাসতো। প্রিয় নবি সা. যেন ছিলেন শিশুদের খেলার সাথী! চাইলেই তাঁর হাত ধরে টেনে নেয়া যেত। চাইলেই তাঁর কোলে উঠা যেত। কোনো শিশুর মন খারাপ দেখলে নবিজি বলতেন, “তোমার ছোট্ট পাখিটির কী হয়েছে?”

এমন নবিকে ভালোবাসা ঈমানের দাবী। কিন্তু কিভাবে এই দাবি পূরণ হবে, যদি আমরা তাঁকে না চিনি? যদি তাঁর জীবনী না জানি? অচেনা কোনো মানুষকে কি ভালোবাসা যায়?

গল্পে গল্পে প্রিয় নবিকে শিশুদের সাথে পরিচয় করিয়ে দিতে আমরা নিয়ে এসেছি ‘ছোটদের প্রিয় রাসূল’। এই সিরিজের প্রায় প্রতিটি গল্পই কুরআন ও বিশুদ্ধ হাদীসের আলোকে সাজানো হয়েছে। প্রতিটি গল্পে রয়েছে আকর্ষণীয় রঙিন রঙিন ছবি।

আমরা আশাবাদী, এই সিরিজটি পড়ে নবিজির প্রতি শিশুদের ভালোবাসা বেড়ে যাবে বহুগুণ। তারা নবিজিকে আদর্শ হিসেবে নিতে শিখবে। বড় হয়ে তাঁর মতোই হতে চাইবে।

Author

Author

তানভীর হাসান

Reviews (4)

4 reviews for ছোটদের প্রিয় রাসূল সা.

  1. Md Amdadullah Tafhim

    সিরিজঃ ছোটদের প্রিয় রাসুল সা.
    লেখকঃ তানভীর হায়দার
    _____________________________

    ● ভুমিকাঃ
    শিশুদের কোমল মনের অধিকারী। কোমল মনে যদি সুস্থ মূল্যবোধ সম্পন্ন কিছু প্রবেশ করানো যায় তাহলে সেটা পাথরে লিখার মত দীর্ঘস্থায়ী হয়। একটি শিশুকে আদর্শরুপে গড়ে তুলতে তাই প্রয়োজন হয় শুরু থেকেই আদর্শ কিছুর অনুকরণে জীবন পরিচালনার শিক্ষা দেওয়া। আর সেই শিক্ষার জন্যে সর্বোত্তম আদর্শ হলেন মুহাম্মাদ সা.।

    শিশু মনে ঈমান ও আকিদার পরিপূর্ণ বাস্তবায়নে এবং একটি শিশুর জীবনকে আদর্শরুপে গড়ে তুলতে সহায়ক হিসেবে প্রসিদ্ধ প্রকাশনী ‘সমর্পণ’ এর শ্রমলব্ধ প্রচেষ্টার ফল “ছোটদের প্রিয় রাসুল” সিরিজটি।

    ● বিষয়বস্তু পর্যালোচনাঃ
    লেখক তানভীর হায়দার লিখিত এই শিশু সিরাতটিতে স্থান পেয়েছে রাসুল সা. এর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গোটা জীবন থেকে চয়নকৃত বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনা। উপস্থাপন করা হয়েছে শিশুদের উপযোগী করে। মোটাদাগে ছয় খণ্ডের এই বইটিকে “মক্কা ও মদীনা” দুই শিরোনামে ভাগ করা যায়।

    মক্কাঃ
    ১ম,২য় ও ৩য় খণ্ডে আকর্ষণীয় শিরোনামের ১৫ টি গল্প নিয়ে এই অংশটি রচিত। রাসুল সা. এর জন্মের পূর্বে আরবের পরিস্থিতি, আবরাহার হাতি বাহিনীর ধ্বংস, রাসুল সা. এর জন্ম বৃত্তান্ত, কাবা মেরামতের দ্বন্দ্ব নিয়ে ১ম খণ্ডটি রচিত। ২য় অংশে রয়েছে হেরা গুহায় প্রথম ওহী নাজিল হওয়া, সাফা পাহাড় থেকে আহ্বান এবং কাফেরদের অত্যাচারে মুসলিমদের অটলতা ও অবিচলতার বর্ণনা। ৩য় অংশের আলোচ্য বিষয়ে আছে তিন বছরের বন্দী জীবন, তায়েফবাসীর অত্যাচার এবং নবীজীর মে’রাজের সূচনাকালীন ঘটনা।

    মদিনাঃ
    ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ খণ্ডের ১৯ টি গল্প নিয়ে এই অংশটুক রচিত। ৪র্থ খণ্ডে হিজরত, মসজিদে কুবা’ নির্মাণ, মুহাজির-আনসার ভাতৃত্বের বন্ধন, ইহুদিদের বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছে। ৫ম খণ্ডে আলোচনা রয়েছে বদর, উহুদ ও খন্দক যুদ্ধ, বনু কুরাইযার ঘটনা ও হুদাইবিয়ার সন্ধি নিয়ে। শেষ খণ্ডে মুতা, তাবুক,হুনাইনের যুদ্ধ, মক্কা বিজয়, বিদায় হাজ্জ্ব ও প্রিয় নবীর ওফাত নিয়ে আলোচনা করা হয়েছে।

    ● ভাললাগা বিষয় সমূহঃ
    শিশুদের চিরাচরিত স্বভাব বৈশিষ্ট্যের প্রতি লক্ষ রেখে বইগুলোর প্রচ্ছদ খুব সুন্দর আর আকর্ষণীয় করা হয়েছে। তাই শিশুরা খুব আনন্দের সাথে বইগুলো পড়তে পারবে। সাথে সাথে বইয়ের পৃষ্ঠামান উন্নত করার পাশাপাশি প্রতিটি পৃষ্ঠায় কৃত্রিম ছবি যুক্ত করে ঘটনার বাস্তবিক অবস্থা বোঝানোর চেষ্টা করা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি দিক হলো, প্রতিটি গল্পের শেষে রেফারেন্স যুক্ত করা হয়েছে, যা থেকে অভিভাবকগন ঘটনার সত্যতা সম্পর্কে নিশ্চিত হতে পারবে।

    ● পাঠ-প্রতিক্রিয়াঃ
    বইটি পড়তে গিয়ে খুব সাবলিল বর্ণনাভঙ্গি লক্ষ করেছি। শিশুদের জন্য এরকম লেখাই যুক্তিসহ। খুব জটিল ভাষা ও বাক্য ব্যবহার করা হয়নি। তবে কিছুক্ষেত্রে যদি শিশুদের স্মৃতিশক্তি ও অনুধাবন শক্তির সামান্য পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হতো, তাহলে বইটির উদ্দ্যেশ্য আরো প্রকটভাবে ফলপ্রসূ হতো।

    সব মিলিয়ে বইটি শিশুদের সুস্থ মানসিক বিকাশ এবং রাসুল স. এর আদর্শে উজ্জীবিত হওয়ার প্রয়োজনীয় দীক্ষা দিতে যথেষ্ট সহায়ক হবে বলে আশা করছি।

    ● উপসংহারঃ
    একটি শিশুকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে, সত্যবাদী ও ন্যায়পরায়ণ হিসেবে প্রতিষ্ঠিত করতে, দক্ষ ও সুনাগরিক হিসেবে রাসুল সা. এর আদর্শে অনুপ্রাণিত করতে সিরিজটি খুব ফলপ্রসূ হবে ইনশাআল্লাহ। একটি শিশুকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে প্রত্যেক অভিভাবকের উদ্দ্যেশ্যে আহ্বান থাকবে, আপনার শিশুকে প্রযুক্তির নেশা ও ছোবল থেকে রক্ষা করে এ ধরণের বই পড়তে উৎসাহিত করুন।

    ময়ূর যেমন পেখম মেলে প্রাপ্তির পূর্ণতা জানায়, মেঘের গর্জন যেমন বৃষ্টির সম্ভাবনা জাগায়, বৃষ্টির ফোটা যেমন ফুলের পরিস্ফুটনের বার্তা শোনায়, ঠিক তেমনি রাসুল স. এর আদর্শের অনুসরণ, একটি শিশুকে মানুষের মত মানুষ হওয়ার পথ দেখায়।
    _________________
    ■ সবিস্তার বিবরণীঃ
    সিরিজঃ ছোটদের প্রিয় রাসূল সা.(৬ খণ্ড)
    লেখকঃ তানভীর হায়দার
    প্রকাশনীঃ সমর্পণ প্রকাশন
    সর্বমোট পৃষ্ঠাঃ ১৪৪
    বাইন্ডিংঃ পেপারব্যাক
    মুদ্রিত মূল্যঃ ৮৫০/-
    __________________

  2. Din Muhammad Sheikh

    ▪️ শুরুর কথা :

    শিশুরা কাদামাটির মতো। ওদেরকে যেভাবে গড়ে তুলতে চাইবেন, সেভাবেই গড়া সম্ভব। আল্লাহর রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এমনটাই বলেছেন,

    “‏ كُلُّ مَوْلُودٍ يُولَدُ عَلَى الْفِطْرَةِ، فَأَبَوَاهُ يُهَوِّدَانِهِ أَوْ يُنَصِّرَانِهِ أَوْ يُمَجِّسَانِهِ، كَمَثَلِ الْبَهِيمَةِ تُنْتَجُ الْبَهِيمَةَ، هَلْ تَرَى فِيهَا جَدْعَاءَ ‏”‏‏.‏

    “প্রত্যেক নবজাতক ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। অতঃপর তার মাতাপিতা তাকে ইয়াহুদী বা নাসারা অথবা অগ্নি-উপাসক বানায়, যেমন চতুষ্পদ জন্তু একটি পূর্ণাঙ্গ বাচ্চা জন্ম দেয়। তোমরা কি তাকে (জন্মগত) কানকাটা দেখেছ?” (সহিহ বুখারী : ১৩৮৫)

    শিশুরা যেন গড়ে ওঠে ‘উসওয়াতুন হাসানাহ’কে ভালোবেসে, তাঁর আদর্শকে বুকে ধারণ করে। তাই রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওদের সাথে পরিচয় করিয়ে দেওয়া দরকার। রূপকথার আজগুবি গল্পগুজব বাদ দিয়ে ঘুম পাড়ানোর সময় আপনার সন্তানকে শোনান রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের গল্প। ওরা পড়তে শিখলে ওদের হাতে তুলে দিন রাসূলজীবনী। ওরা জানুক। ওরা শিখুক। ওরা চিনুক মানবতার মুক্তির দূতকে।

    এ প্রচেষ্টার পথে আপনাকে সাহায্য করবে সমপর্ণ প্রকাশন। ইতোমধ্যে তারা বাজারে এনেছে ‘ছোটদের প্রিয় রাসূল (সা:)’ নামে ছোটদের উপযোগী সিরাহ।

    এ সিরাহ-সিরিজে আছে মোট ৬টি বই। সিরিজের প্রতিটি বই-ই চমৎকার।

    ▪️ যে বইয়ে যা আছে :

    • প্রথম বই : মরুর বুকে এলেন নবি। মোট ১১টি শিরোনামের অধীনে এ বইয়ে আলোচিত হয়েছে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের প্রাক্কালে পৃথিবীর অবস্থা, রাসূলের জন্ম ও তৎসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়াদি।

    • দ্বিতীয় বই : দ্বীনের দাওয়াত হলো শুরু। এ বইয়ে ওঠে এসেছে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুওয়াত লাভ, দ্বীনের দাওয়াত প্রদান এবং কাফেরদের নির্যাতনের চিত্র।

    • তৃতীয় বই : মক্কা ছেড়ে মদীনার পথে। রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্দিজীবন, শোকময় বছর, তাঁর ঊর্ধ্বগমন এবং হিজরত – এ বিষয়গুলো ওঠে এসেছে তৃতীয় বইটিতে।

    • চতুর্থ বই : মদীনা এখন নবীর শহর। এ বইয়ে আছে মোট ৯টি গল্প। রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদীনায় যাওয়ার পথে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা, মদীনায় পৌঁছোনো, মসজিদ নির্মাণ ও চুক্তিকরণ – এসব বিষয় নিয়ে গল্পগুলো।

    • পঞ্চম বই : রণাঙ্গনে প্রিয় রাসূল। ইনশাআল্লাহ, এখানে আলোচিত হয়েছে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংগ্রামী জীবন। বদর, উহুদ, খন্দক, হুদায়বিয়ার মতো পটপরিবর্তনকারী কয়েকটি গুরুত্বপূর্ণ যুদ্ধ নিয়ে এ বইটি।

    • ষষ্ঠ বই : বিশ্বজুড়ে ওহীর আলো। এ বইয়ে মোট গল্প ৭টি। বিশ্বময় দ্বীনের ঝাণ্ডা উড্ডীন হওয়ার গল্পগুলো জানা যাবে এ বইটি থেকে। অতঃপর রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের চিত্র অংকনের মধ্য দিয়ে শেষ হয়েছে এ সিরিজের শেষ বইটি।

    ▪️ সিরিজটির অসাধারণত্ব :

    কিছু ব্যতিক্রমী ও অনন্য বৈশিষ্টের জন্য সমর্পণের এ কাজটি অসাধারণ। সিরিজটির অসাধারণত্বের কিছু দিক তুলে ধরছি:

    • ছোটদের উপযোগী বই। ছোটদের মানসিকতা ও ধারণক্ষমতার আলোকে সাজানো হয়েছে বইগুলো – সহজ ও সাবলীল ভাষায়।

    • প্রতিটি গল্পই কুরআন-হাদিস থেকে সংকলিত। কুরআন-হাদিসের বাইরে অপ্রমাণিত কোনো গালগপ্প নেই বইগুলোতে। গল্পের শেষে রেফারেন্সও দেওয়া আছে। চাইলে যে কেউই চেক করে নিতে পারবেন।

    • সিরিজের বইগুলোর পৃষ্ঠা রঙিন। কালারফুল পৃষ্ঠাগুলো শিশুর মন কাড়বে সহজেই।

    • গল্পের বিষয়বস্তুর আলোকে চিত্রও আঁকা আছে গল্পের সাথে। শিশুরা এতে বেশ আগ্রহ পাবে বইগুলো পড়তে।

    • প্রতিটি বইয়ের প্রচ্ছদও চমৎকার। বিষয়বস্তুর সাথে প্রাসঙ্গিক। প্রচ্ছদ দেখেই বইয়ের ভেতরটা আঁচ করা যায়।

    • কাভার পেপারব্যাক। তবে শিশুদের বই তো, হার্ডকাভার হওয়া উচিত ছিল। যাইহোক, পেপারব্যাক হলেও মন্দ না।

    ▪️ সিরিজটির প্রয়োজনীয়তা :

    শিশুদের পবিত্র মননে অপবিত্রতার ছাপ যেন না পড়ে, সে দিকে বাবা-মায়ের তীক্ষ্ণ দৃষ্টি রাখা একান্ত জরুরি। কেননা ছোটবেলাতেই শিশুদের নির্মল হৃদয়ে কলুষিত দাগ পড়ে গেলে ভবিষ্যতে তা মুছে ফেলা বেশ কষ্টসাধ্য, ক্ষেত্রবিশেষে অসম্ভব। কার্টুন-গেইম সংস্কৃতি থেকে বের হতে না পারলে আমাদের জন্য অপেক্ষা করছে এক নিকষকালো ভবিষ্যত। তাই কার্টুন বা গেইম নয়, শিশুদের সঙ্গী হোক বই। শিশুদের হাতে উঠুক সিরাহ। শিশুরা জানুক রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কার্টুনের সাজে না সেজে বরং ওরা সাজুক নবীজির সাজে। ওরা হিরো বানিয়ে নিক নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ওদের এ যাত্রায় পাথেয় হবে সমর্পণের ‘ছোটদের প্রিয় রাসূল (সা:)’।

    তাই সিরিজটির প্রয়োজনীয়তা অপরিসীম। অভিভাবকরা সমর্পণের এ সিরিজটি বাচ্চাদের উপহার দিতে পারে নিশ্চিন্তে।

    সমর্পণের ঈমান-সিরিজের মতো সিরাহ-সিরিজও বেশ জনপ্রিয়তা পেয়েছে। আল্লাহ কবুল করুন। আমীন।

    ▪️ একনজরে সিরিজটি :

    • সিরিজের নাম : ছোটদের প্রিয় রাসূল (সা:)
    • মোট বই : ৬টি
    • লেখক : তানভীর হায়দার
    • প্রকাশনী : সমর্পণ প্রকাশন
    • প্রথমপ্রকাশ : মার্চ, ২০২১
    • শরঈ সম্পাদক : মাওলানা আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ (হাফি:)
    • পৃষ্ঠাসংখ্যা : ১৪৪ (৪ কালার)
    • সর্বোচ্চ খুচরা মূল্য : ৮৫০ টাকা
    • কাভার : পেপারব্যাক
    • ধরণ : সিরাহ

  3. mahmud03

    শিশুরা স্বভাবতই অনুকরণপ্রিয়; অন্যের দেখাদেখি নিজেকে গড়ে তুলতে চায়। তবে হালাল যেখানে বিলীন হয় হারাম সেখানে জায়গা করে নেয়। এই যেমন- এযুগের যুবকদের ধর্ম ও নৈতিকতার কথা বলে ইবাদাত-বন্দেগীর প্রতি উৎসাহিত করা হলেও, এসব তাদের মনে রেখাপাত করে না। রাসুল ﷺ-কে নিয়ে কটুক্তি করলেও তারা গর্জে ওঠে না। এর কারণ- যে শিশুকালটা ছিল শেখার, মানস গঠনের—সে বয়সে তারা ছিল চাঁদের বুড়ি, ঠাকুমার ঝুলি, রূপকথার গল্প নিয়ে ব্যস্ত। আর এখন তো আছে হ্যারি পটার, সুপার হিরো, ব্যাটম্যান, স্পাইডারম্যান!
    .
    আজ তারা চেনে না তাদের রোল মডেল মুহাম্মাদ ﷺ-কে। চিনবেই বা কী করে—যেখানে মিথ্যে-অলীক কল্পকাহিনীগুলোর জাঁকজমকপূর্ণতার বিপরীতে শিশুতোষ সীরাতের স্বল্পতা বিরাজমান! এর-ই পরিপ্রেক্ষিতে গল্পে গল্পে আকর্ষণীয়-চিত্তে প্রিয় নবিকে শিশুদের সাথে পরিচয় করিয়ে দিতে ‘সমর্পণ প্রকাশন’ নিয়ে এসেছে ‘ছোটদের প্রিয় রাসূল’ সিরিজটি।
    .
    নবি জীবনের অর্ধশত(৪৯টি) গল্পকে ৬খণ্ডে খণ্ডিত করে সাজানো হয়েছে এই সিরিজ। নবি জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী বিভিন্ন আঙ্গিকে ধারাবাহিকতার সহিত উঠে এসেছে বইগুলোর পাতায় পাতায়।
    .
    ‖১ম খণ্ড: মরুর বুকে এলেন নবি‖
    নবীজির ﷺ জন্মপূর্বে আরবের অবস্থা, অতঃপর তাঁর জন্ম-শৈশব এবং নবুওয়াত প্রাপ্তির পূর্বের সর্বমোট ১১টি ঘটনাবলী আলোচিত হয়েছে এই খন্ডে।
    .
    ‖২য় খন্ড: দ্বীনের দাওয়াত হলো শুরু‖
    নবুওয়াত প্রাপ্তি থেকে শুরু করে প্রকাশ্য দাওয়াহ’র শুরু এবং দাওয়াহ-কালীন সময়ে আসা নানা বাধাবিপত্তির ঘটনাপ্রবাহ ৮টি গল্পের দ্বারা এতে অঙ্কিত হয়েছে।
    .
    ‖৩য় খন্ড: মক্কা ছেড়ে মদীনার পথে‖
    মক্কার কাফিরদের বয়কট, তায়েফের পথে, ইসরা-মিরাজ, মদিনার পথে যাত্রার প্রারম্ভিকতা নিয়ে এই খণ্ডটি। মোট ৯টি গল্প আছে এখানে।
    .
    ‖৪র্থ খন্ড: মদীনা এখন নবির শহর‖
    হিজরত ও হিজরত পরবর্তী কর্মকাণ্ডের ধারণা পাওয়া যাবে এই গল্পগুলোতে। হাজারো প্রতিকূলতাকে পাশ কাটিয়ে মদিনাকে নবির শহর বানানোর সংগ্রামী-চিত্র জানা যায় এই ৯টি গল্পের মাধ্যমে।
    .
    ‖৫ম খণ্ড: রণাঙ্গনে প্রিয় রাসূল‖
    এখানে আলোচনা আছে নবীজির যুদ্ধ জীবন নিয়ে। ইসলামের ইতিহাসের গুরুত্বপূর্ণ যুদ্ধ বদর, উহুদ, খন্দক এবং ইহুদি উৎখাত ও হুদায়বিয়ার সন্ধির মতো বড় বড় অভিযানকে ঘিরে মোট ৫টি গল্প আছে। সাহাবাদের ইস্পাতসম দৃঢ়তা শিশুদের ন্যায়ের পথে অবিচলতার সবক দিবে।
    .
    ‖৬ষ্ঠ খণ্ড: বিশ্বজুড়ে ওহির আলো‖
    এই খন্ডটিতে মুতার যুদ্ধ, হুনাইন যুদ্ধ, তাবুক যুদ্ধ এবং মক্কা বিজয়ের মতো ইসলামের বিজয়ের ঘটনাবলী চিত্রাঙ্কিত হয়েছে। শিশুরা অনুধাবন করবে কীভাবে একটি ক্ষুদ্র দল তাওয়াক্কুলের সহিত অটল থেকে বিজয় ছিনিয়ে আনতে পারে। নবীজির ﷺ ওফাত লাভের ঘটনার দ্বারা ৭টি গল্প শেষে বইটির ইতি টানা হয়েছে।
    .
    .
    বইগুলোর ইলাস্ট্রেটেড ফ্রন্ট ও ব্যাক কভার প্রাথমিক অবস্থায় শিশুদের কৌতুহলী করে তুলবে, বইগুলোতে কী আছে তা জানার জন্য। গল্পগুলো শিশুতোষ বাচনভঙ্গিতে লেখা হয়েছে; যাতে বাংলা-অক্ষরজ্ঞান সম্পন্ন প্রতিটি শিশু আনন্দের সঙ্গে সেগুলো হৃদয়ঙ্গমে সক্ষম হয়। সীরাত পাঠের আনন্দকে আরও চিত্তাকর্ষক করতে প্রতিটি পৃষ্ঠায় ব্যবহার করা হয়েছে গল্পের সঙ্গে মানানসই চোখজুড়ানো নান্দনিক চিত্র। শৈল্পিকতার ছোঁয়ায় সবগুলো গল্প হয়ে উঠেছে প্রানবন্ত। প্রতিটি গল্পের ধারাবাহিকতা এবং গল্পশেষে উল্লেখিত রেফারেন্স এর গ্রহণযোগ্যতা নিশ্চিত করে। শিশুদের ‘সীরাতে হাতেখড়ি’ হিসেবে বইগুলো যথোপযুক্ত।
    .
    ঘন অন্ধকারে কীভাবে আলোর মতো জ্বলে তিমির বিদীর্ণ করে সুবহে সাদিকের আলো হয়ে ফুটে উঠলেন নবীজি, অত্যাচার সহ্য করে পরাজিত করলেন অত্যাচারীকে, ভালোবেসে বশ করলেন শত্রুকে! কী করে রক্তস্নাত মরুর ধূলায় আবার মাথা তুলে দাঁড়াল মানবতা, অসত্যের রাজ্যে সত্য ফিরে পেল নিজের গদি—এসবই গল্পের ছলে ছলে শিখে নিবে শিশুরা।
    .
    নানা রােগের কবল থেকে বাঁচানাের জন্য বাচ্চাদের যেমন পোলিও-টীকা দেওয়া হয়, তেমনি এই বিশ্বায়নের যুগে অশ্লীলতা-অনৈতিকতার ছোবল থেকে বাঁচার জন্য নৈতিকতার টীকা দেওয়া প্রত্যেক মুসলিম পিতা-মাতার কর্তব্য। তাই শিশুদের হৃদয়-উদ্যানে নববি আদর্শের চাষ করতে হবে যাতে হৃদয়ে ফোটে নবিপ্রেমের জান্নাতি ফুল; যা প্রতিনিয়ত পাপড়ি মেলে মহানুভবতা, ক্ষমাশীলতা, সহিষ্ণুতা, ত্যাগ, দায়িত্ববোধ, তাক্বওয়া, ধৈর্য ও স্বচ্ছতার; যাতে সুন্নাহ’র সৌরভে ঝলমল করে ওঠে তাদের জীবন-কানন।
    .
    জ্ঞান অন্বেষণ যেহেতু প্রতিটি মুসলমানের জন্য ফরজ, তাই জীবনব্যাপী চলমান এই প্রক্রিয়ার শুভ শুরু হোক শিশুকাল থেকেই। এই মহান মানসে ‘সমর্পণ প্রকাশন’ গত বছর প্রকাশ করেছিল “ছোটদের ঈমান সিরিজ” আর এবার প্রকাশ করলো “ছোটদের প্রিয় রাসূল”। কার্টুন ও ডিভাইসমুখী প্রজন্মকে দ্বীনমুখী করার ক্ষেত্রে সিরিজদ্বয় কার্যকরী ভূমিকা পালন করবে, ইন শা আল্লাহ।

  4. সিরাজাম বিনতে কামাল

    আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু

    🍁প্রারম্ভিকা:
    ——————–

    আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। তারাই ভবিষ্যত জাতির কর্ণধার। ভবিষ্যতে তারাই এই সমাজ, এই দেশ, এই পৃথিবী তথা গোটা মানবজাতিকে নেতৃত্ব দেবে। তাদের হাত ধরেই আসতে পারে সাফল্য, কাঙ্ক্ষিত বিজয়। আর এজন্যই ছোট বেলা থেকেই তাদের মননে ইসলামের বীজ বুনে দিতে হবে।

    বর্তমান বিশ্বের শিশুরা তাদের সময় কাটায় সিসিমপুর, মনের কথা, ডোরেমন, মি.ব্যানানাস, টারজ্যান, অগি প্রভৃতি নানা ধরণের কার্টুন দেখে। এছাড়াও কেউ কেউ ইলেকট্রনিক ডিভাইসে এতটাই মগ্ন থাকে যে খাওয়া, পড়ার কথাও ভুলে যায়। বিভিন্ন ভিডিও গেমস, পশ্চিমাদের বানানো ঈমান বিধ্বংসী বিভিন্ন শিশুতোষ আর্টিকেল, ফানি ভিডিও, টিকটক, লাইকির মত ফালতু জিনিস নিয়ে বাচ্চারা ঘন্টার পর ঘন্টা পার করে দেয়।
    আর আমরা মা-বাবারাও এতে বেশ খুশি। এই ভেবে যে, পিচ্চিগুলো এই বয়সেই খুব ভালো মোবাইল ফাংশন বুঝে। আবার ইলেকট্রনিক ডিভাইস হাতে থাকলে তাদের যন্ত্রণাও কম পোহাতে হয়।

    কিন্তু আমরা কি একটিবার-ও ভেবে দেখেছি এতে আমাদের সন্তানদের উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে! হয়তো এখন উন্নতি বা অবনতি কোনটাই চোখে পড়বে না। কিন্তু যখন অনুধাবন করতে পারবো তখন বড্ড দেরি হয়ে যাবে।

    ‘তোমাদের মধ্যে যারা আল্লাহ ও পরকালকে ভয় করে এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করে তাদের জন্য রাসূলের মধ্যে আছে উত্তম আদর্শ।’ [সুরা আহজাব, আয়াত : ২১]

    কেমন হয় যদি শিশু বয়সেই আমরা আমাদের কচিকাঁচাদের মনে ইসলামের বীজ বুনে দেই! গল্পে গল্পে যদি জানিয়ে দিই আমাদের প্রিয় নবী মুহাম্মদ (সা:) এর কথা। যদি বুঝিয়ে দিই আমাদের আদর্শ কে! আমরা কার উম্মত!

    নি:সন্দেহে খুবই ভালো হয়। শিশুমনে একটা জিনিস যেভাবে গেঁথে যায় তা অন্য কোন বয়সে সম্ভব নয়। শিশুমন কোমল, নিষ্কলুষ, পঙ্কিলতামুক্ত। আর তাইতো শিশুমনেই আমরা বুনে দিবো আমাদের ইসলামের ইতিহাস।

    ঠিক এই রকমই একটি সিরিজ ছোটদের প্রিয় রাসূল (সা:)।

    🍁সিরিজ কথন:
    ————————-

    ছোটদের প্রিয় রাসূল (সা:) সিরিজটি ছ’টি বইয়ের সমন্বয়ে গঠিত। বইগুলোর প্রচ্ছদ আর ভেতরের পাতা এতই নজরকাড়া যে আমাদের কোমলমতি শিশুরা খুব সহজেই এতে আকৃষ্ট হবে। আর বইয়ের ভাষার ব্যবহারও এমনই হয়েছে যা আমাদের পিচ্চি পাঠকদের জন্য বেশ সহজবোধ্য হবে। ইন শা আল্লাহ!

    সিরিজের তিনটি বই নবী (সা:) এর মক্কার জীবন নিয়ে। অন্য তিনটি তাঁর মদীনার জীবন নিয়ে।

    ♦️ মরুর বুকে এলেন নবী♦️
    সিরিজের প্রথম বই। বইটিতে মোট ১১টি গল্প রয়েছে। যেখানে নবীজির (সা:) জন্ম, জাহেলি যুগের অবস্থা, হস্তি বাহিনীর ঘটনা, নবীজির (সা:) আগমনে চারদিকে বরকতের নির্দশন, তাঁর বক্ষ বিদীর্ণের ঘটনা, কাবা মেরামতের ঘটনা গল্পে গল্পে ফুটিয়ে তোলা হয়েছে।

    ♦️দ্বীনের দাওয়াত হলো শুরু♦️
    সিরিজের দ্বিতীয় বই। বইটিতে ৮টি গল্পের মাধ্যমে নবীজির (সা:) জীবনে ওহী আসা থেকে শুরু করে দ্বীনের দাওয়ার দেওয়ার পথে বাধা, কাফেরদের অত্যাচারের কথা, শত অন্যায় অত্যাচার সহ্য করেও ইসলামকে আঁকড়ে ধরে রাখার চিত্র ফুটে উঠেছে এই বইয়ে।

    ♦️মক্কা ছেড়ে মদীনার পথে♦️
    এটি সিরিজের তৃতীয় বই। এই বইয়ে ৯টি গল্পের মাধ্যমে নবীজির (সা:) শোকের বছরের কথা, তিন বছরের বন্দি জীবনের কথা, ইসলাম প্রচার করতে গিয়ে পাওয়া অবর্ণনীয় দুঃখ যন্ত্রণার কথা, অবশেষে তাঁর হিজরতের কথা তুলে ধরা হয়েছে।

    ♦️মদীনা এখন নবীর শহর♦️
    সিরিজের চতুর্থ বই। বইটিতে রয়েছে ৯টি গল্প। গল্পগুলোতে রয়েছে নবীজির (সা:) মদীনা প্রবেশের কথা, মদীনার ইয়াহূদিদের সাথে চুক্তির কথা, মসজিদে কুবা নির্মাণের কথা, মদীনার মানুষ উল্লাসভরে নবীকে গ্রহণ করার কথাও রয়েছে এ’বইয়ে।

    ♦️রণাঙ্গনে প্রিয় রাসূল♦️
    সিরিজের পঞ্চম বই। বইটিতে রয়েছে নবীজির (সা:) বিপ্লবী জীবনের কাহিনী। বদর, উহূদ, খন্দকের যুদ্ধ, যুদ্ধে নবীজির (সা:) নেতৃত্ব, তাঁর রণকৌশল, যুদ্ধের ময়দানেও আল্লাহর উপর তাওয়াক্কুল করার দৃষ্টান্ত, ইয়াহূদির মদীনা ত্যাগ এবং হুদায়বিয়ার বিজয়ের কথা রয়েছে প্রিয় এই বইটিতে।

    ♦️বিশ্বজুড়ে ওহির আলো♦️
    এটি সিরিজের ষষ্ঠ এবং লাস্ট বই। বইটিতে রয়েছে মোট ৭টি গল্প। গল্পগুলোতে মূতার যুদ্ধ, মক্কা বিজয়, হুনাইনের যুদ্ধ, তাবূকে ঈমানের পরীক্ষা, অতঃপর পুরো উম্মাহর উদ্দেশ্যে বিদায় হজ্বের ভাষণ এবং অবশেষে আমাদের প্রিয় নবী (সা:) এর ওফাতের মাধ্যমে রব্বের সান্নিধ্যে যাওয়ার কথা বলা হয়েছে।

    🍁ভালো লাগা:
    ———————-

    সিরিজের প্রত্যেকটা বইয়ের প্রচ্ছদ আর ভাষা ব্যবহার খুব সহজেই আমাদের ছোট সোনামণিদের মন জয় করে নিবে।

    তাছাড়া গল্পের নামগুলোও বেশ চমৎকার হয়েছে। গল্পের নামগুলোই একজন পাঠককে গল্পের ভেতর টেনে নেবে।

    গল্পের শেষে রেফারেন্স দেওয়া আছে, আমাদের উৎসুক পাঠক যদি আরো বিস্তারিত জানতে চায় মা-বাবা খুব সহজেই তা জানাতে পারবে। রেফারেন্সসহ দেওয়া আছে বলে মা-বাবা নিঃসন্দেহে তার সোনামণির হাতে এই সিরিজটি তুলে দিতে পারবেন।

    🍁নিজস্ব মতামত:
    ————————-

    আমি ছোটবেলায় যখন একটু আধটু রিডিং পড়তে পারতাম তখনি এইটা ওইটা পড়ার চেষ্টা করতাম। মা বলত, বানান করে পড়লে রিডিংটাও ক্লিয়ার হবে। নজরুল সংগীতের বই, মিনা মিঠুর গল্প, শাকচুন্নীর গল্প, ডালিমকুমার এসব হাবিজাবি বই নিয়ে আসতাম। আর যদি কোন বইয়ে দেখতাম পৃষ্ঠা ভর্তি লেখা তাহলে ঘাবড়ে যেতাম। পড়তে বিরক্ত লাগতো। আর ছবিওয়ালা বই বেশ আগ্রহ নিয়ে পড়তাম।

    আমার মতো ছবিপাগল বাচ্চারা বেশ আগ্রহ নিয়ে এই সিরিজ পড়বে ইন শা আল্লাহ!

    আমাদের সময়ে শিশুতোষ এমন সিরাহ সিরিজ ছিলো কিনা আমার জানা নেই। তাইতো রূপকথার মিথ্যা গল্পে ডুব দিতাম।

    এই সিরাহ সিরিজটা বেশ প্রশংসার দাবীদার। যেখানে আমাদের আদর্শ নবীজির (সা:) এর জীবনকাহিনী তুলে ধরা হয়েছে। সমপর্ণের পক্ষ থেকে আমরা দারুণ একটা উপহার পেয়েছি এই সিরিজ। সিরিজটি আমাদের শিশুদের মন কেড়ে নিতে পারবে বলেই আমার দৃঢ় বিশ্বাস। আশা করি আমরা সামনে এরকম আরো বই, সিরিজ পাবো আমাদের সোনামণিদের জন্য।

    🍁অবশেষে:
    ——————

    ‘প্রত্যেক নবজাতক ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। অতঃপর তার মাতাপিতা তাকে ইয়াহুদী বা নাসারা অথবা অগ্নি-উপাসক বানায়, যেমন চতুষ্পদ জন্তু একটি পূর্ণাঙ্গ বাচ্চা জন্ম দেয়। তোমরা কি তাকে (জন্মগত) কানকাটা দেখেছ?’ [সহিহ বুখারী : ১৩৮৫]

    চলুন আমরা আমাদের পিচ্চি সোনামণিদের ঈমানের ভীত ছোট থেকেই মজবুত করে দিই। তাদের জীবন শুরু থেকেই ইসলামের আলোকে, আল্লাহর রঙে রাঙিয়ে দিই। জানিয়ে দিই ইসলামের বাস্তব ঘটনাগুলো।

    ছোট্ট ছেলেমেয়েদের হাতে ইলেকট্রনিক ডিভাইস, টিভির রিমোট তুলে না দিয়ে চলুন বই তুলে দিই। এতে করে আমাদের সোনামণিরা হারাম, অশ্লীলতা থেকে দূরে থাকবে। তাদের মনে ছোট থেকেই ইসলাম নিয়ে ভাবার খোরাক জন্মাবে। ইন শা আল্লাহ!

    শিশু কাদার ঢেলার মতো। কুমার যেমন কাদার ঢেলা টিপেটিপে তার ইচ্ছামত জিনিস বানাতে পারে। শিশুও ঠিক তেমন। তাই ছোট থেকেই আপনি তার যত্ন নিন। ছোটবেলায়ই তাকে ইসলামের শিক্ষা দিন, প্রিয় রব, প্রিয় নবী (সা:) কে চিনিয়ে দিন। ঈমানের বীজ বুনে দিন। ইন শা আল্লাহ! আল্লাহ কবুল করে নিবেন।

    বাচ্চাদের পড়াত অনীহা থাকলে আমরা নিজেরাই পড়ে পড়ে শুনিয়ে দিই আমাদের রিয়েল হিরোর গল্পগুলো। ছোটবেলায়ই তাদের মনে নবীজির (সা:) কথা গেঁথে দেওয়ার চেষ্টা করি। নবীজিকে ভালোবাসা ঈমানের দাবি। আর সিরাহ হলো নবী জীবনের ক্যানভাস। এই রকমই একটি ক্যানভাস এই সিরিজ।

    ইন শা আল্লাহ! এভাবেই আমরা একটা বইপড়ুয়া জাতি উপহার পাবো। যারা সত্য জানবে, সত্যের জন্য লড়বে, ইসলাম জানবে, ইসলামকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করবে।

    🍁এক নজরে সিরিজ পরিচিতি:
    ———————————————

    সিরিজের নাম: ছোটদের প্রিয় রাসূল (সা:)
    মোট বই: ৬টি
    লেখক: তানভীর হায়দার
    শরঈ সম্পাদনা: মাওলানা আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ (হাফি.)
    প্রকাশনী: সমপর্ণ প্রকাশ
    প্রথম প্রকাশ: মার্চ ২০২১
    পৃষ্ঠা সংখ্যা: ১৪৪ (৪কালার)
    সবোর্চ্চ খুচরামূল্য: ৮৫০/-
    কাভার: পেপারব্যাক
    ধরণ: সিরাহ

Add a review

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart

Sign in

No account yet?

ধন্যবাদ, আপনার প্রি-অর্ডারটি গ্রহণ করা হয়েছে।

আপনার যে কোন প্রশ্ন অথবা অর্ডারে কোন পরিবর্তনের জন্য ০১৮৪৪২১৮৯৪৪ নাম্বারে কল করুন ।