fbpx
বড় যদি হতে চাও (হার্ডকভার)
বড় যদি হতে চাও (হার্ডকভার)

বড় যদি হতে চাও (হার্ডকভার)

Author : মুহাম্মদ যাইনুল আবিদীন
Publisher : রাহনুমা প্রকাশনী
Category : অনুপ্রেরণা

180

You Save TK. 120 (40%)

বড় যদি হতে চাও (হার্ডকভার)

Share This Book:

ক্যাশ অন ডেলিভারী

৭ দিনের মধ্যে রিটার্ন

ডেলিভারী চার্জ ৬০ টাকা থেকে শুরু

Author

Author

মুহাম্মদ যাইনুল আবিদীন

Reviews (2)

2 reviews for বড় যদি হতে চাও (হার্ডকভার)

  1. Arafat Shaheen

    বই: বড় যদি হতে চাও

    বাংলাদেশের সচেতন পাঠকমাত্রই লেখক মুহাম্মদ যাইনুল আবিদীনকে চিনে থাকবেন। বাংলা ভাষায় লেখালেখির ক্ষেত্রে তিনি নিজেকে একটা অনন্য উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হয়েছেন। মুহাম্মদ যাইনুল আবিদীন ১৯৬৭ সালে মুন্সিগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। দারুণ উলুম দেওবন্দ থেকে উচ্চতর পড়াশোনা শেষ করে শিক্ষকতা পেশায় নিয়োজিত আছেন।
    তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা সত্তরটিরও অধিক। কয়েকটি উল্লেখযোগ্য বই হলো- বড় যদি হতে চাও, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ (সা.),ভয়-স্বপ্ন সংগ্রাম, নারীর শত্রু মিত্র, সাহসের গল্প, সাহিত্যের ক্লাস, ইসলামে জীবীকার নিরাপত্তা, ভুবনজয়ী নারী, ইসলাম একালের ধর্ম, আকাশে অঙ্কিত নাম ইত্যাদি।
    এগুলো সবই তাঁর মৌলিক গ্রন্থ। অনুবাদের ক্ষেত্রেও তিনি সফলতার পরিচয় দিয়েছেন। কয়েকটি অনুদিত গ্রন্থ: কুরআন অধ্যয়নের মূলনীতি, তাজা ঈমানের ডাক, হালাল হারাম, ইসলাম একমাত্র জীবনবিধান, মানবতার নবী, আলোকিত নারী, দেশে দেশে, আল্লাহকে যদি পেতে চাও ইত্যাদি।


    বড় যদি হতে চাও বইটি নিয়ে কথা বলার শুরুতেই আমি একটা তথ্য দিতে চাই। এই বইটি সম্ভবত রাহনুমা প্রকাশনীর সবচেয়ে জনপ্রিয় বই। কারণ, ইতোমধ্যে বইটির সাতটি মুদ্রণ শেষ হয়ে অষ্টম মুদ্রণ চলছে। সুতরাং বইটি যে ব্যাপকভাবে পঠিত হয়েছে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই।

    বইটির উৎসর্গপত্রটি বড় ভালো লেগেছে। বইটি ইসলামের এমন সব আলোকিত মানুষকে উৎসর্গ করা হয়েছে, যা দেখলেই চোখের সামনে তাঁদের কর্মকাণ্ড ভেসে ওঠে। ভূমিকায় প্রখ্যাত আলেম হযরত মাওলানা মুফতী আবু সাঈদ দা.বা.ছাত্রদের উদ্দেশ্য করে লিখেছেন, ‘আমার আশাবাদী ইলমের ময়দানে আজ তোমরা ছোট হলেও কাল অনেক বড় হবে। আজ তোমরা ভৌগোলিক সীমারেখায় ক্ষুদ্র অঞ্চলের অধিবাসী হলেও কাল তোমরা ‘মর্দে আফাকী’ হয়ে বিশ্বজুড়ে বনী আদমের আত্মার পিয়াস মেটাবে, রুহের খোরাক জোগাবে।’

    সুতরাং বোঝা যাচ্ছে, আমাদের নতুন প্রজন্মের শিক্ষার্থীদের সুন্দরভাবে চলার জন্য নিজেকে গঠন করতে হবে সবার আগে। আর কীভাবে তারা নিজেকে গঠন করতে পারবে তার দীক্ষা দেওয়া হয়েছে এই গ্রন্থে। বইটি কোন বিষয়ে রচিত- এই প্রশ্নের জবাব আমরা লেখকের জবান থেকেই পেতে পারি: ‘ পৃথিবীখ্যাত বড় মানুষদের আত্নসাধনামূলক ঘটনাবলির গল্পের ভাষায় বিবরণ। গল্পের ভাঁজে ভাঁজে বড় হওয়ার সিঁড়ির সন্ধান। অতঃপর কোথাও ধাক্কা কোথাও আকর্ষণ। এবং সত্যিকারে বড় হওয়ার মর্ম সম্পর্কে সরল সহজ বয়ান।’


    বড় যদি হতে চাও বইটি নিয়ে এরচেয়ে সুন্দরভাবে বলা সম্ভব নয়। আলোচনার সুবিধার্থে পুরো বইটিকে ছোট ছোট চ্যাপ্টারে বিভক্ত করা হয়েছে। এতে আলোচিত হয়েছে- পূর্ণিমার চেয়েও উজ্জ্বল, সত্যিকারের বড়, অমূল্য এই ধন, সবাই বড় হতে চায়, স্বপ্ন দেখতে হয় আগে, প্রতিষ্ঠার ইসমে আজম, স্বপ্নের উচ্চতা এবং, কুকুর ও শেয়ালের গল্পসহ অসংখ্য বিষয় যেগুলোতে তথ্যের পাশাপাশি রয়েছে সাহিত্যরসের ভাণ্ডার।

    ইসলামের আগমন থেকে শুরু করে আজ পর্যন্ত অসংখ্য মনীষী এর সৌন্দর্যবর্ধনে ভূমিকা রেখেছেন। পুরো বইজুড়ে গল্পের ছলে আমাদেরকে তাঁদের জীবনেতিহাস জানানো হয়েছে। এটা চমৎকার একটা কৌশল। আমাদের তরুণ শিক্ষার্থীরা খুব সহজেই সেসকল মনীষীদের জীবন থেকে শিক্ষা গ্রহণ করে তাদের নিজেকে পরিচালিত করতে পারে। এই বইটি আমাদের বর্তমান প্রজন্মের জন্য অত্যন্ত কার্যকরী একটি বই। সুতরাং নিজেকে গঠন করতে চাইলে ইসলামের সুমহান আদর্শের আলোকে, তাহলে আপনাকে বইটি পড়তে হবে।

  2. Muhammad Tamimul Ihsan

    ||বুক রিভিউ||

    ▪︎ সবাই বড় হবার স্বপ্ন দেখে থাকে। বড় হবার অনুপ্রেরণা সবাই তার জীবনের থেকেই পায়। কেউবা নিজের জীবনের কষ্টের কারণে বড় হবার স্বপ্ন দেখে আবার কেউবা বড় হবার স্বপ্ন দেখে সম্মানের কারণে। আসলে বড় হতে হলে স্বপ্ন দেখতেই হয়। হাত মুঠো করে প্রতিজ্ঞা করতে হয় স্বপ্নটা হাতে এসে ধরা দেওয়ার। পৃথিবীতে বড় এবং প্রতিষ্ঠিত হতে হলে যেমন স্বপ্ন দেখতে হয় তেমনি স্বপ্নের একটা সুনির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্যও থাকতে হয়। তারপর সবটুকু শক্তি ও সাধনা দিয়ে স্পর্শ করতে হয় স্বপ্নের ওই বিন্দুটা। স্বপ্ন দেখার পর এগিয়ে যেতে হয় অবিরাম যেখানে থামার কোনো সুযোগ নেই কখনো। সাধনা আর মধুর সাধনার মধ্য দিয়ে মানুষ হয়ে ওঠে অন্যের চেয়েও বড়।আর ইলমের সাধনা এতটাই মধুময় যে এর কাছে যে কেউ হার মানতে বাধ্য। ইলম আপনাকে বড় হতে শিখাবে কিন্তু অহংকারী নয়।তাই সেই বড় হওয়ার এক বিস্তারিত উপাখ্যান নিয়েই রচিত বই “বড় যদি হতে চাও” বইটি।

    ▪︎ বইটি লিখেছেন বহু গ্রন্থ প্রণেতা,বিশিষ্ট অনুবাদক মাওলানা যাইনুল আবেদীন হাফি.।যার কলমের ছোঁয়ায় যে কেউ মুগ্ধ হতে বাধ্য। তিনি বইটিতে মূলত আকাবিরদের কাহিনীগুলো অনেক সুন্দর করে কলমের নির্জন ছোঁয়ায় অসাধারণ ভাবে তুলে এনেছেন। তারা কতটা কষ্ট করে বড় হয়েছেন,কীভাবে তারা নিজেদের জীবন ইলমের জন্য উৎসর্গ করেছেন তা বইটির মধ্যে বিস্তারিত আলোকপাত করা হয়েছে।

    ▪︎ বইটি রচিত মোট ৬৯ টি গল্প দিয়ে।যেখানে উঠে এসেছে আমাদের সালফে সালেহীনদের অপরিসীম পরিশ্রমের কথা যারা নিজেদের দিকে খেয়াল না করে ইলমের সুধা অন্বেশনে নিজের জীবন বিকিয়ে দিয়েছেন।বইটি মূলত মাদরাসার শিক্ষার্থীদের জন্য লেখা হলেও জেনারেল লাইনের শিক্ষার্থীরাও এর থেকে ব্যাপক উপকৃত হতে পারবে।

    বড় হওয়ার স্বপ্ন, কীভাবে বড় কিছু অর্জন করতে হবে,কতটা ধৈর্য্য, ত্যাগ-তীতিক্ষার পর বড় হওয়া যাবে এ বিষয়ে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। এছাড়া বইটির সবচেয়ে বেশি প্লাস পয়েন্ট যেটি সেটি হচ্ছে বইটিতে অনেক বড় বড় মনীষির জীবনী রয়েছে যা আলাদা ভাবে জানতে গেলে একগাট্টি বই পড়া লাগতো।

    ▪︎ বইটি কারা পড়বেন এবং কেন পড়বেন..???
    যারা একটুতেই হতাশ হয়ে যান, চারপাশ থেকে আপনাকে তাড়িয়ে দেওয়া হয় আপনার মেধা নেই,মেধা নেই বলে তাদের জন্যই বইটি মূলত লিখিত।আমাদের পূর্বের সালফে সালেহীনরা কতটা কষ্ট করে দ্বীনের বিষয়গুলো সহজ করে দিয়ে গিয়েছেন।যার ফলে আমরা আজ সহজ ইসলাম পাচ্ছি তাদের অনুপ্রেরণাই বইটির মধ্যে বেশি কাজ করে থাকবে।তাছাড়া এই বই থেকে জানা যাবে শত শত মনিষীর নাম, যেই নামগুলো পূর্ণিমার চেয়েও উজ্জ্বল হয়ে জ্বলছে ইতিহাসের পাতায়। জানা যাবে তাঁদের জীবনের টুকরো টুকরো গল্প,যা অলস মনে প্রেরণার প্রদীপ জালায়। বড় যারা হতে চান,বইটি হবে তাদের সামনে স্বচ্ছ পানির মতো লেগে থাকবে।বড় হতে হলে কি করতে হবে,কি নিতে হবে এবং কি ছাড়তে হবে –এসবের সুস্পষ্ট নির্দেশনা পাওয়া যাবে বইটিতে।

    ▪︎ ব্যক্তিগত অনুভূতি : বইটি পড়ার সময় অনেক সময় এত কষ্ট লেগেছে যে বইটি রেখে উঠে পড়েছি। কোনো এক শিক্ষকের মুখ থেকে শুনে বইটি পড়া। তারপর জীবনের অন্যতম শ্রেষ্ঠ বই হয়ে ওঠা। তাহলে বুঝুন কতোটা প্রিয় আমার কাছে বইটা।বইটা পড়ার সময় মাঝে মধ্যে এমন মন খারাপ হয়েছে তা বলার বাহিরে। আমাদের সালাফরা কত কষ্ট সহ্য করেছেন আর আমরা কি করছি এই কথা ভেবেই কষ্টটা বেশি লেগেছে।

    ▪︎ যাইহোক,বইটি পাঠে পাঠকের ভিতর থেকে বিচ্ছুরিত নূরগুলো জাহালতের অন্ধকারে নিমজ্জিত অন্তরগুলোকে আলোকিত করে তুলবে নিঃসন্দেহে। তাই বইটি সবাই পড়তে পারেন।

    ▪︎ ব্যক্তিগত রেটিং : ৫/৫

    মাআসসালাম……….!!

Add a review

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart

Sign in

No account yet?

ধন্যবাদ, আপনার প্রি-অর্ডারটি গ্রহণ করা হয়েছে।

আপনার যে কোন প্রশ্ন অথবা অর্ডারে কোন পরিবর্তনের জন্য ০১৮৪৪২১৮৯৪৪ নাম্বারে কল করুন ।